World Cup Qualifiers: বিশ্বকাপের টিকিট পাকা ফ্রান্স-বেলজিয়ামের

কাতার বিশ্বকাপের (World Cup 2022) টিকিট অর্জন করে ফেলল গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং ফিফার (FIFA) ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম (Belgium)। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ৮ গোলের বন্যায় কাজাখাস্তানকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা পাকা করেছে লেস ব্লুজরা। কাজাখাস্তানের বিরুদ্ধে চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল করেছেন করিম বেঞ্জেমা। এ ছাড়াও একটি করে গোল করেছেন আতোয়া গ্রিজম্যান ও আদ্রিয়েন র‌্যাবিয়ট। অন্যদিকে ফিফা ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা বেলজিয়াম (Belgium) ঘরের মাঠে এস্তোনিয়াকে (Estonia) ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপে জায়গা পাকা করে নিল।

| Edited By: | Updated on: Nov 14, 2021 | 4:23 PM
কাজাখাস্তানের বিরুদ্ধে (ম্যাচের ৬ মিনিট, ১২ মিনিট, ৩২ মিনিট ও ৮৭ মিনিট) চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

কাজাখাস্তানের বিরুদ্ধে (ম্যাচের ৬ মিনিট, ১২ মিনিট, ৩২ মিনিট ও ৮৭ মিনিট) চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।

1 / 5
ম্যাচের ৫৫ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেছেন করিম বেঞ্জেমা (Karim Benzema)।

ম্যাচের ৫৫ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেছেন করিম বেঞ্জেমা (Karim Benzema)।

2 / 5
৭৫ মিনিটে আদ্রিয়েন র‌্যাবিয়ট (Adrien Rabiot) ও ৮৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)।

৭৫ মিনিটে আদ্রিয়েন র‌্যাবিয়ট (Adrien Rabiot) ও ৮৪ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন আতোয়া গ্রিজম্যান (Antoine Griezmann)।

3 / 5
এস্তোনিয়ার বিরুদ্ধে রেড ডেভিলদের হয়ে একটি করে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ান বেনতেকে (Christian Benteke) ও ইয়ানিক কারাস্কো (Yannick Carrasco)।

এস্তোনিয়ার বিরুদ্ধে রেড ডেভিলদের হয়ে একটি করে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ান বেনতেকে (Christian Benteke) ও ইয়ানিক কারাস্কো (Yannick Carrasco)।

4 / 5
ম্যাচের ৭৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন থরগ্যান হ্যাজার্ড (Thorgan Hazard)।

ম্যাচের ৭৪ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন থরগ্যান হ্যাজার্ড (Thorgan Hazard)।

5 / 5
Follow Us: