World Cup Qualifier 2022: পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত করে কেঁদে ভাসালেন রোনাল্ডো
গ্রুপ পর্বে ৮ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেলেন মিত্রোভিচরা। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। খেলা শুরুর আগে দুই দলের পয়েন্টই ছিল সমান। গোল পার্থক্যে এগিয়েও ছিলেন সিআর সেভেনরা। কিন্তু ম্যাচ হারায় পর্তুগিজদের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় বাড়ল।
লিসবন: রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালের (Portugal) বিশ্বকাপ আকাশে সংশয়ের মেঘ। ২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগালের খেলা নিয়ে তৈরি হয় সংশয়। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সার্বিয়ার (Serbia) কাছে ২-১ গোলে হার রোনাল্ডোদের। আর এতেই পর্তুগালের খেলা নিয়ে তৈরি হল দুশ্চিন্তা।
গতকাল ঘরের মাঠে এগিয়ে গিয়েও সার্বিয়ার কাছে পরাজিত হন রোনাল্ডোরা। সার্বিয়াকে হারালেই সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে যেত পর্তুগাল। খেলার ২ মিনিটে রেনাতো স্যাঞ্চেজের (Renato Sanches) গোলে এগিয়ে যান রোনাল্ডোরা। কিন্তু ৩৩ মিনিটে দুসান তাদিচের (Dusan Tadic) গোলে সমতায় ফেরে সার্বিয়া। ড্র করতে পারলেও বিশ্বকাপের টিকিট পেয়ে যেতেন রোনাল্ডোরা। কিন্তু অন্তিম মুহূর্তে গোল হজম করেই কাতার বিশ্বকাপের রাস্তা কঠিন করে ফেলেন রুই প্যাত্রিসিওরা (Rui Patricio)। একেবারে শেষ বাঁশি বাজার আগেই আলেক্সান্ডার মিত্রোভিচের (Alexander Mitrovic) গোলে ২-১ জিতে যায় সার্বিয়া। গ্রুপ পর্বে ৮ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেলেন মিত্রোভিচরা। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। খেলা শুরুর আগে দুই দলের পয়েন্টই ছিল সমান। গোল পার্থক্যে এগিয়েও ছিলেন সিআর সেভেনরা। কিন্তু ম্যাচ হারায় পর্তুগিজদের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় বাড়ল।
?♂️ Aleksandar Mitrovic rises from the bench and scores his 33rd goal in his last 35 internationals to snatch Serbia a ticket to the #WorldCup ✈️
? ‘Mitro’ has been absolutely sensational for his country ??@FSSrbije | #WCQ pic.twitter.com/G9X8AJCuGp
— FIFA World Cup (@FIFAWorldCup) November 14, 2021
মার্চ মাসেই রয়েছে প্লে অফ। কাতারের টিকিট পেতে হলে সেখানে জিততেই হবে রোনাল্ডোদের। ম্যাচের শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়লেন পর্তুগিজ সুপারস্টার। মাঠের মাঝে বসেই কাঁদলেন রোনাল্ডো। যে ছবি বিরল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সার্বিয়ান ফুটবলার নেমাঞ্জা মাতিচ সান্ত্বনা জানাতে এলে তাঁকে ফিরিয়ে দেন রোনাল্ডো। ঘরের মাঠে এ ভাবে দলের হারে হতাশ হয়ে পড়েন পর্তুগিজ সুপারস্টার। ১৯৯৮ সালে শেষ বার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় পর্তুগাল। প্লে অফে জিততে না পারলে আবারও সেই স্মৃতি ফিরে আসবে।
আরও পড়ুন: T20 World Cup 2021: প্রথম ছটা বল কিন্তু আমার পুরো গল্প বলবে না: মিচেল মার্শ