চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ
সোমবার চেন্নাইয়ান ম্যাচেও অনিশ্চিত রাজু। তাই রক্ষণ নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রবি ফাউলারের। চেন্নাইয়ানের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন পিলকিংটন। সেক্ষেত্রে বেঞ্চে বসতে পারেন মাঘোমা।
গোয়া: সোমবার চেন্নাইয়ান এফসির মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে স্কট নেভিলের শেষ মুহুর্তের গোলে ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ে ফিরতে মুখিয়ে ব্রাইট-স্টেইনম্যানরা। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কেরালা ম্যাচে পয়েন্ট খোয়াতে হয়েছিল মশাল বাহিনীকে। এদু সাবিয়া-গঞ্জালেসদের বিরুদ্ধে নামার আগে নিজের দলের ফুটবলারদের সতর্ক রাখছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার।
SC East Bengal boss Robbie Fowler’s virtual pre-match Press conference ahead of our clash with @ChennaiyinFC #CFCSCEB #ChhilamAchiThakbo #JoyEastBengal #WeAreSCEB #LetsFootball #ISLhttps://t.co/SBM3btnPZz
— SC East Bengal (@sc_eastbengal) January 17, 2021
চোটের জন্য কেরালা ম্যাচে খেলতে পারেননি রাজু গায়কোয়াড়। রক্ষণের ভুলেই শেষ ম্যাচে গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে। সোমবার চেন্নাইয়ান ম্যাচেও অনিশ্চিত রাজু। তাই রক্ষণ নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রবি ফাউলারের। চেন্নাইয়ানের বিরুদ্ধে শেষ সাক্ষাতে ২-২ গোলে ম্যাচ ড্র করেছিলেন স্টেইনম্যানরা। তখন অবশ্য দলের সঙ্গে ব্রাইট ছিলেন না। ব্রাইট আসায় লাল-হলুদের আপফ্রন্ট শক্তিশালী হলেও কেরালা ম্যাচে বিপক্ষের চক্রব্যূহে আটকে গিয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। সাবিয়া-সিপোভিচদের মোকাবিলা করার আগে আক্রমণে বিশেষ নজর দিচ্ছেন ফাউলার। চেন্নাইয়ানের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন পিলকিংটন। সেক্ষেত্রে বেঞ্চে বসতে পারেন মাঘোমা।
আরও পড়ুন: সুপার সানডেতে রয় কৃষ্ণা বনাম ইগর অ্যাঙ্গুলোর লড়াই
রানা ঘরামির ভুলে শেষ ম্যাচে গোল হজম করতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। সোমবার তাকে খেলাবেন কিনা সেটা ম্যাচের দিনই ঠিক করবেন লাল-হলুদ কোচ। চোটের জন্য আইএসএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ানের তারকা ফুটবলার ক্রিভেলারো। তবে বিপক্ষের গঞ্জালেস-সিলভেস্টারের পাশাপাশি বঙ্গতনয় রহিম আলিকে নিয়ে অবশ্যই ভাবতে হবে ফাউলারকে। চেন্নাইয়ানকে হারালে লিগ টেবিলেও অনেকটা ধাপ উপরে উঠে আসবে এসসি ইস্টবেঙ্গল। আর সেই সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া রবি ফাউলার।