চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসি ও বায়ার্ন মিউনিখ
চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র লড়াইয়ে বুধবার একদিকে চেলসির (Chelsea) মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। অপরদিকে বায়ার্ন মিউনিখের (Bayern) মুখোমুখি হয়েছিল লাজিয়ো (Lazio)। ১০ জনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ হারিয়েছে চেলসি। লাজিয়োকে ২-১ হারিয়েছে বায়ার্ন। দুই দলই পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
Most Read Stories