চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে চেলসি ও বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র লড়াইয়ে বুধবার একদিকে চেলসির (Chelsea) মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। অপরদিকে বায়ার্ন মিউনিখের (Bayern) মুখোমুখি হয়েছিল লাজিয়ো (Lazio)। ১০ জনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ হারিয়েছে চেলসি। লাজিয়োকে ২-১ হারিয়েছে বায়ার্ন। দুই দলই পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

| Updated on: Mar 18, 2021 | 5:09 PM
প্রথম লেগে অ্যাটলেটিকোকে ১-০ হারিয়েছিল চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

প্রথম লেগে অ্যাটলেটিকোকে ১-০ হারিয়েছিল চেলসি। (সৌজন্যে-চেলসি টুইটার)

1 / 9
দ্বিতীয় লেগে ৩৪ মিনিটে চেলসির প্রথম গোল হাকিম জিয়াচের।(সৌজন্যে-চেলসি টুইটার)

দ্বিতীয় লেগে ৩৪ মিনিটে চেলসির প্রথম গোল হাকিম জিয়াচের।(সৌজন্যে-চেলসি টুইটার)

2 / 9
তুচেলের দলের হয়ে ৯৪ মিনিটে জয়সূচক গোল এমারসন পলমিয়েরির।(সৌজন্যে-চেলসি টুইটার)

তুচেলের দলের হয়ে ৯৪ মিনিটে জয়সূচক গোল এমারসন পলমিয়েরির।(সৌজন্যে-চেলসি টুইটার)

3 / 9
তুচেল চেলসির দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত ব্লুজরা।(সৌজন্যে-চেলসি টুইটার)

তুচেল চেলসির দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত ব্লুজরা।(সৌজন্যে-চেলসি টুইটার)

4 / 9
প্রথম লেগে লাজিয়োকে ৪-১ হারিয়েছিল বায়ার্ন।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

প্রথম লেগে লাজিয়োকে ৪-১ হারিয়েছিল বায়ার্ন।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

5 / 9
দ্বিতীয় লেগে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কির গোল।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

দ্বিতীয় লেগে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কির গোল।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

6 / 9
ম্যাচের ৮২ মিনিটে লাজিয়োর মার্কো পারোলো গোল ব্যবধান কমান।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

ম্যাচের ৮২ মিনিটে লাজিয়োর মার্কো পারোলো গোল ব্যবধান কমান।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

7 / 9
৭৩ মিনিটে বায়ার্নের এরিক ম্যাক্সিমের জয়সূচক গোল।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

৭৩ মিনিটে বায়ার্নের এরিক ম্যাক্সিমের জয়সূচক গোল।(সৌজন্যে-বায়ার্ন মিউনিখ টুইটার)

8 / 9
চেলসি ও বায়ার্ন মিউনিখ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি।(সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

চেলসি ও বায়ার্ন মিউনিখ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে পোর্তো, বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি।(সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

9 / 9
Follow Us: