World Cup Qualifiers: ব্রাজিল, স্পেনকে টপকে নতুন রেকর্ড ইতালির
রাশিয়া (Russia) বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তারপর থেকে যেন নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা। রবার্তো মানচিনির কোচিংয়ে ইউরো কাপ (Euro Cup) জিতেছে ইতালি।
রোম: ব্রাজিল (Brazil) তখন আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ (World Cup Qualifiers) নিয়ে তীব্র জটিলতায়। স্পেন (Spain) তখন জর্জিয়ার বিরুদ্ধে হৃতসম্মান পুনরুদ্ধারের চেষ্টায় ব্যস্ত। তখন ইতালি (Italy) মজে নতুন রেকর্ডে। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল, স্পেনের যৌথ ভাবে ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল। যা ভেঙে দিল ইতালি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার ফলে ৩৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড আজুরিদের।
Not the win Mancini's men wanted tonight, but the #Azzurri are now 3⃣6⃣ games unbeaten.
This represents a new ????? ?????? ??#SUIITA #WCQ #VivoAzzurro pic.twitter.com/1Md5dptARi
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@Azzurri_En) September 5, 2021
রাশিয়া (Russia) বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তারপর থেকে যেন নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা। রবার্তো মানচিনির কোচিংয়ে ইউরো কাপ (Euro Cup) জিতেছে ইতালি। এ বার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত থাকার দুরন্ত রেকর্ডও জায়গা পেল তাদের মুকুটে। ১৯৩৫ থেকে ১৯৩৯ সালের মধ্যে ভিটোরিও পোজোর কোচিংয়ে ইতালি ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। ওই সময় বিশ্বকাপ জেতার পাশাপাশি অলিম্পিকে সোনাও জিতেছিল তারা।
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর শেষবার হেরেছিল ইতালি। পর্তুগালের বিরুদ্ধে। তারপর প্রায় দু’বছর পার হতে চলেছে। ইতালিকে আর কেউ হারাতে পারেনি। ইতালির মতো আলজেরিও এখন অপরাজিত থাকার রেকর্ড গড়েই চলেছে ম্যাচের পর ম্যাচ। আফ্রিকান নেশন্স কাপ জেতার পাশাপাশি ২৯টা ম্যাচ অপরাজিত তারা। তবে ইতালি যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: BRAZIL VS ARGENTINA : বিরল ঘটনা! শুরুর ৫ মিনিটেই করোনা বিধিভঙ্গে ম্যাচ স্থগিত