BRAZIL VS ARGENTINA : বিরল ঘটনা! শুরুর ৫ মিনিটেই করোনা বিধিভঙ্গে ম্যাচ স্থগিত
আর্জেন্তিনার ৪ ফুটবলার- এমিলিয়ানো মার্টিনেজ,রোমেরো, জিওভানি লো সেলসো এবং এমিলিয়ানো বুয়েনডিয়ার বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ ওঠে।
সাও পাওলোঃ কোভিড বিধি মানা হয়নি। তাই প্রাক বিশ্বকাপে ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ স্থগিত হয়ে গেল। তাও আবার এমনি এমনি নয়। পুলিশ মাঠে ঢুকে খেলা বন্ধের নির্দেশ দেয়। অভিযোগ, আর্জেন্তিনার ৪ ফুটবলার কোভিড বিধি ভঙ্গ করেছে। এরকম হাইভোল্টেজ ম্যাচে এত মারাত্মক অভিযোগ। যা ফুটবলবিশ্বে বিরল।
ঠিক কি হয়েছিল এদিন? রবিবার ভারতীয় সময় গভীর রাতে ছিল এই ম্যাচ। আর্জেন্তিনার ৪ ফুটবলার- এমিলিয়ানো মার্টিনেজ,রোমেরো, জিওভানি লো সেলসো এবং এমিলিয়ানো বুয়েনডিয়ার বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ ওঠে। মাঠে ঢুকে খেলা বন্ধের নির্দেশ দেয় ব্রাজিল পুলিশ। শুরু হুলুস্থুল কাণ্ড। শুধু পুলিশ নয়,ব্রাজিলের স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও এই বিধিভঙ্গকারী ৪ ফুটবলারকে আটক করতে মাঠে পৌঁছন।
কিভাবেএই ৪ ফুটবলার স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছেন? ইপিএলে খেলা এই ৪ ফুটবলারকে ব্রাজিলে আসার পর কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ ছিল ব্রাজিলের স্বাস্থ্যবিধি মেনে। তারা সেটা মানেননি। ব্রাজিলের স্বাস্থ্য বিধি অনুসারে, ১৪ দিনের বেশি যাঁরা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশে ছিলেন, তাঁরা ব্রাজিলের নাগরিক না হলে দেশে প্রবেশ নিষিদ্ধ। ৪ ফুটবলারের ইংল্যান্ড থেকে আসার খোঁজ পেয়ে আর্জেন্তিনার টিম হোটেলে যান ব্রাজিলের স্বাস্থ্য আধিকারিকেরা। তবে ততক্ষণে টিম মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। অগত্যা মাঠে পুলিশ নিয়ে গিয়ে খেলা বন্ধের নির্দেশ দেন ব্রাজিল স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
খেলা শুরুর মাত্র ৫ মিনিটেই খেলা বন্ধ। বিরক্ত লিওনেল মেসি। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন জানিয়েছে, রেফারি ও অন্য ম্যাচ অফিসিয়ালরা পুরো ঘটনার রিপোর্ট ফিফা-র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠাবে।