বার্সাগেট বিতর্কে গ্রেপ্তার বার্তোমেউ ও তাঁর দলবল

বার্সেলোনার এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

বার্সাগেট বিতর্কে গ্রেপ্তার বার্তোমেউ ও তাঁর দলবল
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 7:26 PM

বার্সেলোনা: ‘বার্সাগেট’ (Barcagate case) বিতর্কে গ্রেপ্তার হলেন বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট (Former barcelona president) জোসেপ মারিযা বার্তোমেউ ( Josep Bartomeu)। ক্লাবের নির্বাচনের আগে নিজের ইমেজ স্বচ্ছ করতে ১৩টা পিআর সংস্থাকে দিয়ে অনলাইন প্রচার চালিয়েছিলেন বার্তোমেউ ও তাঁর দলবল। এ নিয়ে তদন্ত চলছিলই। এ বার রীতিমতো বার্সেলোনার অফিসে হানা দিল কাতালান পুলিশ।

শুধু বার্তোমেউই নন, গ্রেপ্তার হলেন লিও মেসির ক্লাবের সিইও অস্কার গ্রাউ, প্রেসিডেন্টের প্রাক্তন পরামর্শদাতা জৌমে মাসফেরার, আইনী পরামর্শদাতা রোমান গোমেসও। বার্সেলোনার এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। ক্লাবের তরফে এখনও কোনও সরকারি মন্তব্য করা হয়নি। পুলিশের তদন্তকারী টিমের তরফে এক অফিসার জানিয়েছেন, ক্লাবের অফিসে পুলিশ তল্লাসি চালিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের ভিসা দাবিকে ‘শিশুসুলভ’ বলছে বিসিসিআই

গত বছর অক্টোবর মাসে পুরো ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের মুখে পড়েন বার্সেলোনার তখনকার প্রেসিডেন্ট বার্তোমেউ। চাপের মুখে তিনি সহ বোর্ডের সমস্ত সদস্যই পদত্যাগ করেছিলেন। ৭ মার্চ ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই ঘটনা সব মিলিয়ে বেশ লজ্জায ফেলে দিয়েছে ক্লাবকে।