জয়ে ফিরল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) ২-০ হারাল লিভারপুল (Liverpool)। ইপিএলে টানা ৪ ম্যাচে হারের পর জয়ে ফিরল লিভারপুল। লিভারপুলের কনিষ্ঠ সদস্য কার্টিস জোন্সের গোলে জয়ের দিকে এগোয় লিভারপুল। এই ম্যাচে কেন ব্রায়ানের আত্মঘাতী গোলে লিভারপুলের ৭০০০তম গোল পূর্ণ হল।

| Updated on: Mar 01, 2021 | 12:38 PM
ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও দুই দলের কেউই গোল করতে পারেননি। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও দুই দলের কেউই গোল করতে পারেননি। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

1 / 5
ম্যাচের প্রথমার্ধে শেফিল্ডের গোলরক্ষক বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

ম্যাচের প্রথমার্ধে শেফিল্ডের গোলরক্ষক বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন। (সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

2 / 5
ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৪৮ মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ৪৮ মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

3 / 5
৬৫ মিনিটে কেন ব্রায়ানের আত্মঘাতী গোলে জয় রেডসদের।(সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

৬৫ মিনিটে কেন ব্রায়ানের আত্মঘাতী গোলে জয় রেডসদের।(সৌজন্যে-শেফিল্ড ইউনাইটেড টুইটার)

4 / 5
বৃহস্পতিবার পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

বৃহস্পতিবার পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

5 / 5
Follow Us: