ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট নষ্ট
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে রবিবার চেলসির (Chelsea) মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। এর পাশাপাশি এ দিনের ম্যাচে পয়েন্ট নষ্ট হওয়ায়, পয়েন্ট ব্যবধান কমাতে পারল না সোল্কজায়ারের ছেলেরা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Most Read Stories