সুইচ হিট ব্যান করার দাবি তুললেন ইয়ান চ্যাপেল

বোলারদের কথা ভেবে সুইচ হিট ব্যান করার দাবি প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের।

সুইচ হিট ব্যান করার দাবি তুললেন ইয়ান চ্যাপেল
সুইচ হিট ব্যান করার পক্ষে সওয়াল ইয়ান চ্যাপেলের। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 4:15 PM

TV9 বাংলা ডিজিটাল: টি-২০-র যুগে ‘সুইচ হিট’ অত্যন্ত জনপ্রিয় শট। বোলারদের ছক বানচাল করে দেওয়ার জন্য তো বটেই, টিমের রানের গতি হঠাৎ বাড়ানোর জন্যও অত্যন্ত কার্যকর‍। বোলারদের কথা ভেবে সেই সুইচ হিট ব্যান করার দাবি তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল।

চলতি ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা ভারতীয় বোলারদের বিরুদ্ধে সুইচ হিট ব্যাপক ভাবে ব্যবহার করেছেন। সিডনির প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে যে কারণে রানের পাহাড় বানিয়ে বিরাটের টিমকে সহজেই হারিয়েছে।

ইয়ান চ্যাপেলের সাফ মন্তব্য, ‘ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়া অসাধারণ ব্যাটিং করেছে। বিশেষ করে স্মিথ আর ম্যাক্সি। বেশ কিছু শটের ক্ষেত্রে ওরা দারুণ দক্ষতা দেখিয়েছে। বিশেষ করে সুইচ হিটের ক্ষেত্রে। কিন্তু ওই শটগুলো অন্যায্য।’

আরও পড়ুন:’ফর্মুলা ওয়ানের মঞ্চে আবার ‘সুমাখার’

ইয়ানের যুক্তি হল, ‘কেন এটা বলছি? খুব সহজ। ম্যাক্সওয়েল কিংবা ওয়ার্নার যখন এই রকম শটগুলো নিচ্ছে, তারা কিন্তু হাত এবং পায়ের ব্যবহার পাল্টে ফেলছে। আমার মনে হয়, ক্রিকেটে এই শটগুলো বেআইনি।’ বোলারের কাছে ব্যাটসম্যানের সুইচ হিট বেশ চাপের একটা শট। ব্যাটসম্যান ডানহাতি থেকে বাঁহাতি হয়ে যাওয়া কিংবা বাঁহাতি থেকে ডানহাতি হয়ে যাওয়ার ফলে তার পরিকল্পনা কাজে লাগে না। যা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন অজি ক্যাপ্টেন। ইয়ানের যুক্তি হল, ‘বোলাররা বল করার আগে কিন্তু আম্পায়ারকে জানায়, কোন হাতে বল করবে। ব্যাটসম্যান কিন্তু সুইচ হিটের ক্ষেত্রে সেটা জানায় না। সেই সঙ্গে ফিল্ডিং টিমের পক্ষেও ব্যাপারটা বেশ কঠিনই হয়ে যায়। ব্যাটসম্যানকে ডানহাতি ধরে নিয়ে হয়তো ক্যাপ্টেন ফিল্ডিং সাজিয়েছে। কিন্তু সুইচ হিটের সময় সে বাঁহাতি হয়ে গেলে কিছু করার থাকে না। ব্যাটসম্যান কেন সব ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে, এটা নিয়ে ভাবার সময় এসেছে।’