Paris Olympic 2024: সোনার স্বপ্নে একাকার হরমনপ্রীতরা, অলিম্পিকে প্রতিপক্ষ কারা?
গত বারের ব্রোঞ্জ থেকে এ বার আর এক ধাপ এগোতে চাইছে ভারত। তাই প্রতিপক্ষ যে টিমই হোক না কেন, সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভারত। টোকিও গেমসের পর থেকে ভারতীয় হকি অনেকটাই এগিয়েছে। এশিয়ান গেমস থেকে সোনা জিতেছিল ভারত। ওই দুরন্ত পারফরম্যান্সই অলিম্পিকের মঞ্চে তুলে ধরতে চাইছেন হরমনপ্রীতরা।

কলকাতা: টোকিও অলিম্পিকে ভারতীয় হকির প্রত্যাবর্তন ঘটেছে। ৪০ বছর পর অলিম্পিক থেকে এসেছিল পদক। মনপ্রীত সিং, হরমনপ্রীত সিংরা ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই সাফল্য নতুন দিশা দেখিয়েছে ভারতীয় হকিকে। একে একে উঠে এসেছেন নতুন তারকা। যাঁরা স্বপ্ন দেখাচ্ছেন সাফল্যের। প্যারিস অলিম্পিকেও পদকের স্বপ্ন নিয়ে নামবেন ভারতীয় হকি প্লেয়াররা। চার মাস আগেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics) সূচি প্রকাশ হয়ে গেল। টোকিও যেমন কঠিন ঠাঁই ছিল, প্যারিস অলিম্পিকও তাই হবে। তবে কোচ ক্রেগ ফুলটন এখন থেকেই ঘর গোছানোর শুরু করে দিয়েছেন। দীর্ঘমেয়াদি শিবির যেমন থাকছে, তেমনই প্রথম সারির টিমগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অলিম্পিকে ভারতের প্রতিপক্ষ কারা?
২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ভারতীয় সময় রাত ৯টায় খেলতে নামবেন হরমনপ্রীতরা। ঘটনাচক্রে, টোকিও অলিম্পিকেও ভারতের প্রথম ম্যাচ ছিল কিউয়িদের বিরুদ্ধেই। দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার বিরুদ্ধে, ২৯ জুলাই বিকেল ৪-১৫ থেকে। প্রথম দুটো ম্যাচই বেশ কঠিন ভারতের জন্য। তবে গ্রুপের তৃতীয় ম্যাচ তুলনায় সহজ। ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে নামবে ভারতীয় হকি টিম, বিকেল ৪-৪৫ থেকে। পরের ম্যাচ অবশ্য আরও কঠিন। ২০২০ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে ম্য়াচ ২ অগাস্ট। এর মধ্যে একটাই আক্ষেপ থেকে যাচ্ছে, ভারতের মহিলা হকি টিমকে প্যারিস অলিম্পিকে দেখা যাবে না।
গত বারের ব্রোঞ্জ থেকে এ বার আর এক ধাপ এগোতে চাইছে ভারত। তাই প্রতিপক্ষ যে টিমই হোক না কেন, সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভারত। টোকিও গেমসের পর থেকে ভারতীয় হকি অনেকটাই এগিয়েছে। এশিয়ান গেমস থেকে সোনা জিতেছিল ভারত। ওই দুরন্ত পারফরম্যান্সই অলিম্পিকের মঞ্চে তুলে ধরতে চাইছেন হরমনপ্রীতরা।





