নির্ভয়ে টোকিওতে আসুন অ্যাথলিটরা, বার্তা বাখের
সব দেশই তাদের অ্যাথলিটদের ভ্যাকসিন দিয়ে পাঠাচ্ছে টোকিওতে। তার পরও যদি কারও প্রতিষেধক লাগে, আয়োজকরা সে ব্যবস্থা করবে।
টোকিও: নির্ভয়ে টোকিওতে (Tokyo) আসুক অ্যাথলিটরা (Athletes)। যতই করোনায় বিপর্যস্ত হোক অলিম্পিক (Olympics), এমনই বার্তা দিচ্ছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট টমাস বাখ। তাঁর কথায়, ‘অলিম্পিক আয়োজন করার জন্য সব রকম ভাবে তৈরি টোকিও। অ্যাথলিটদের যাতে কোনও রকম সমস্যা না হয়, সে দিকেই যাবতীয় ফোকাস রাখা হয়েছে।’
দু’মাসও আর বাকি নেই টোকিও গেমসের (Tokyo Games)। কিন্তু এখনও অলিম্পিক বাতিলের দাবি উঠছে। এই পরিস্থিতিতেও গেমস আয়োজন করতে বদ্ধপরিকর আয়োজকরা। বাখের স্পষ্ট কথা, ‘অতিমারির জন্য অ্যাথলিটদের হয়তো অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গেমসটা আয়োজন করা। সেটা নিরাপদ ও সুরক্ষিত ভাবে করার উদ্যোগই নেওয়া হচ্ছে। অ্যাথলিট এবং জাপানের জনতার যাতে কোনও রকম অসুবিধা না হয়, সে দিকে সমান ভাবে নজর রাখা হচ্ছে। আমি তো বলব, অ্যাথলিটরা আত্মবিশ্বাস নিয়েই টোকিওতে আসুক।’
সব দেশই তাদের অ্যাথলিটদের ভ্যাকসিন দিয়ে পাঠাচ্ছে টোকিওতে। তার পরও যদি কারও প্রতিষেধক লাগে, আয়োজকরা সে ব্যবস্থা করবে। বাখ বলছেন, ‘যদি কারও প্রতিষেধক লাগে, তা দেওয়ার ব্যবস্থা করবে আইওসি। নিরাপদ থাকুক সবাই, এটাই আমাদের লক্ষ্য।’
আরও পড়ুন: জাপানে জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়তে চলেছে