Manika Batra: মনিকা-বিতর্কে তদন্ত কমিটি গঠন আদালতের

আগের রায়েই মনিকাকে ক্লিনচিট দিয়েছিলেন বিচারপতি রেখা পিল্লাই। তিনি টিটিএফআইকে (TTFI) তিরষ্কার করে জানিয়েছিলেন, সর্বোচ্চ পর্যায়ে যিনি ভারতের হয়ে খেলছেন, তাঁকে কোনও হেনস্তা করা যাবে না।

Manika Batra: মনিকা-বিতর্কে তদন্ত কমিটি গঠন আদালতের
Manika Batra: মনিকা-বিতর্কে তদন্ত কমিটি গঠন আদালতের (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 8:43 PM

নয়াদিল্লি: যখন পদক নিয়ে ফেরেন অ্যাথলিটরা, তাঁদের সেলিব্রেট করতে ভোলেন না ফেডারেশনের কর্তারা। কিন্তু যখন তাঁরাই সমস্যায় পড়েন, আর পাশে থাকেন না! মনিকা বাত্রা (Manika Batra) ইস্যুতে এমনই বললেন দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারক রেখা পিল্লাই। সেই সঙ্গে তিন সদস্যের একটা কমিটিও গঠন করলেন। যাঁরা অলিম্পিয়ান টেবল টেনিস প্লেয়ারের অভিযোগ নিয়ে তদন্ত করবেন।

গত সেপ্টেম্বরে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন মনিকা। মামলায় উল্লেখ করেছিলেন, টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে ভারতীয় টিমের কোচ সৌম্যদীপ রায় (Soumyadeep Roy) তাঁর এক ছাত্রীর জন্য ম্যাচ ছাড়তে বলেছিলেন। এ নিয়েই সৌম্যদীপ ও মনিকার সম্পর্কে চিড় ধরে। অলিম্পিকের সময় বাঙালি কোচের কোনও পরামর্শ নিতে চাননি মনিকা। ম্যাচ গড়াপেটার অভিযোগ সত্যি কিনা, তা খতিয়ে দেখবে আদালত নিযুক্ত তিন সদস্যের কমিটি। ওই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত দুই বিচারক ও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। চার সপ্তাহের মধ্যে তাঁরা রিপোর্ট জমা করবেন আদালতে।

আগের রায়েই মনিকাকে ক্লিনচিট দিয়েছিলেন বিচারপতি রেখা পিল্লাই। তিনি টিটিএফআইকে (TTFI) তিরষ্কার করে জানিয়েছিলেন, সর্বোচ্চ পর্যায়ে যিনি ভারতের হয়ে খেলছেন, তাঁকে কোনও হেনস্তা করা যাবে না। শুধু তাই নয়, টিটিএফআইকে শো কজ নোটিশ প্রত্যাহারের নির্দেশও দিয়েছিল আদালত।

আরও পড়ুন: Champions Trophy 2025: পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত? সিদ্ধান্ত নেবে সরকার

আরও পড়ুন: India vs New Zealand Live Score, 1st T20I 2021: ভুবির বলে আউট সেইফার্ট, পঞ্চম উইকেট হারাল কিউয়িরা