FIH Hockey Pro League: যুগরাজের হ্যাটট্রিক, প্রোটিয়াদের ১০ গোল দিল ভারত

ম্যাচের স্কোরলাইন ১৫-২ হতে পারত। হরমনপ্রীতরা বেশ কিছু গোল মিস করেন। না হলে আরও বিপর্যস্ত হতে পারত বিপক্ষ।

FIH Hockey Pro League: যুগরাজের হ্যাটট্রিক, প্রোটিয়াদের ১০ গোল দিল ভারত
FIH Hockey Pro League: যুগরাজের হ্যাটট্রিক, প্রোটিয়াদের ১০ গোল দিল ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 6:45 PM

সেঞ্চুরিয়ন: দেশের হয়ে সবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন। আর তাতেই কিনা করে বসলেন হ্যাটট্রিক। যুগরাজ সিংয়ের (Jujraj Singh) দুরন্ত ফর্মই শুধু নয়, পুরো ভারতীয় হকি টিমই বিস্ফোরক ছন্দে রয়েছে। প্রো হকি লিগে (FIH Hockey Pro League) দক্ষিণ আফ্রিকাকে ১০-২ হারালেন মনপ্রীত সিংরা। প্রথম ম্য়াচে ফ্রান্সের বিরুদ্ধে ৫-০ জিতেছিল ভারত। কোচ গ্রাহাম রিড এই ছন্দটাই ধরে রাখতে চাইছেন। সব দিক থেকে এই মরসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জেতাই লক্ষ্য ভারতের। আর তাই প্রো লিগেই প্রস্তুতি সেরে নিতে চাইছেন মনপ্রীতরা।

হরমনপ্রীত সিংয়ের গোল দিয়ে খাতা খুলেছিল ভারত। তারপর আর থামানো যায়নি। যুগরাজ ৪, ৬ ও ২৩ মিনিটে হ্যাটট্রিক করেন। জোড়া গোল গুরসাহিবজিৎ সিং ও দীলপ্রীত সিংয়ের। বাকি গোল অভিষেক ও মনপ্রীতের। জবাবে ২ গোল দিয়েছে প্রোটিয়ারা। সারা ম্য়াচ জুড়েই দাপট দেখিয়েছে ভারত। গোলমুখী শট ছিল ২০টা। যার মধ্যে ১০টা গোল হয়েছে। হাফটাইমেই স্কোরলাইন ছিল ৮-০। ওখানেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।

ম্যাচের স্কোরলাইন ১৫-২ হতে পারত। হরমনপ্রীতরা বেশ কিছু গোল মিস করেন। না হলে আরও বিপর্যস্ত হতে পারত বিপক্ষ। তবে এই গোল মিস দিয়ে ভারতের পারফরম্যান্স পুরোপুরি ব্যাখ্যা করা যাবে না। একঝাঁক জুনিয়রের সঙ্গে সিনিয়রদের মিশিয়ে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছেন রিড। সেই লক্ষ্য যে ধীরে ধীরে পূরণ হচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিরতি ম্যাচ রয়েছে ভারতের।

আরও পড়ুন: FIH Hockey Pro League: ফ্রান্সকে ৫-০ হারিয়ে প্রো লিগ শুরু মনপ্রীতদের

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা