Indian Hockey: হকিতে বাংলাদেশকে ১৫ গোল দিল ভারত
India vs Bangladesh: এরপর ভারতের ম্যাচ রয়েছে ওমানের সঙ্গে। এই টুর্নামেন্টেও দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ। বুধবার রয়েছে সেই ম্যাচ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান।
নয়াদিল্লি: হকিতে ভারতের দারুণ সময় চলছে। কিছুদিন আগেই ভারতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সামনেই এশিয়ান গেমস। তার আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে ভারতীয় শিবিরে। তবে এ বার অন্য টুর্নামেন্টে অনবদ্য শুরু। পুরুষদের এশিয়ান ৫-এ সাইড বিশ্বকাপ কোয়ালিফায়ারে অনবদ্য শুরু ভারতের। ওমানের সালাহ-তে হচ্ছে এই যোগ্যতা অর্জন পর্ব। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় ভারত। দুর্দান্ত শুরু। বাংলাদেশকে ১৫-১ ব্যবধানে হারাল ভারতীয় হকি দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলাদেশের বিরুদ্ধে ১৫-১’এর বিশাল জয়ে নজরকাড়া পারফরম্যান্স মণিন্দর সিংয়ের। চার গোল করে ম্যাচের সর্বাধিক স্কোরার তিনিই। এ ছাড়াও হ্যাটট্রিক করেছেন মহম্মদ রাহিল। সুখবিন্দর, গুরজ্যোৎ সিং, পবণ রাজভর দুটি করে গোল করেন। এ খানেই শেষ নয়। মনদীপ মোহর ও দীপসন তিরকে একটি করে গোল করেন। ম্যাচের শুরুতে (২ মিনিট) একটি গোল করেন বাংলাদেশের সাওন সরোবর। বাংলাদেশের হয়ে সেটিই একমাত্র গোল। ভারতের অনবরত আক্রমণে বাংলাদেশ প্লেয়ারর সুযোগ পেয়েও চাপ সামলাতে পারেনি। নয়তো স্কোরলাইন এতটাও একপেশে হত না।
ভারতের গোলবন্য শুরু দ্বিতীয় মিনিটেই। এক গোলে পিছিয়ে পড়তেই দ্রুত প্রত্য়াবর্তন। সমতা ফেরানোর গোল রাহিলের। এরপর অধিনায়ক দীপসন তিরকের গোলে এগিয়ে যাওয়া। সেই যে শুরু, একের পর এক গোলে প্রতিপক্ষর নাভিশ্বাস অবস্থা।
এরপর ভারতের ম্যাচ রয়েছে ওমানের সঙ্গে। এই টুর্নামেন্টেও দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ। বুধবার রয়েছে সেই ম্যাচ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান।