India vs Pakistan Hockey Highlights: ফাইনাল স্কোর, পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় ভারতের
IND vs PAK, Asian Champions Trophy 2023 Live Score Updates : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy 2023) হকিতে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট পড়ুন।
চেন্নাই: অপেক্ষার অবসান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান (India vs Pakistan)। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এ বারের সংস্করণে এই ম্যাচের আগে অবধি অপরাজিত ছিল ভারত। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি জয় ও একটি ড্র। অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত। যে কোনও খেলা কিংবা টুর্নামেন্টই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। চেন্নাইতে এই ম্যাচ ঘিরে মাঠে যেমন আকর্ষণ, তেমনই অনবদ্য পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন ভারতীয় হকি প্রেমীরা। গ্রুপ পর্বের খেলার শেষ দিনের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এক পেশে জয়। ভারতের কাছে বড় হারে গোল পার্থক্যে সেমির লড়াই থেকে ছিটকে গেল পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর ব্লগে।
LIVE NEWS & UPDATES
-
অপরাজিত থেকেই সেমিফাইনালে ভারত
রাউন্ড রবিন পর্বে ৫টি ম্যাচের মধ্যে চারটি জয়। একটি ড্র। অপরাজিত থেকেই সেমিফাইনালে ভারত। সেমিফাইনালের দৌড়ে তিনটি দল পাঁচ পয়েন্টে ছিল। ভারতের কাছে ৪ গোলে হেরে গোল পার্থক্যে সেমিফাইনালের দৌড় থেকে বিদায় পাকিস্তানের।
-
ফিল্ড গোলে ৪-০
ম্যাচের প্রথম ফিল্ড গোল। স্কোরলাইন ৪-০ করলেন আকাশদীপ সিং।
-
-
পাকিস্তানের হাতে আর ৭ মিনিট
শেষ কোয়ার্টারের খেলা চলছে। ভারত এগিয়ে ৩-০ গোলে। পাকিস্তানের কাছে সুযোগ আর ৭ মিনিট।
-
ম্যাচে পঞ্চম পেনাল্টি কর্নার ভারতের
তৃতীয় কোয়ার্টার মিলিয়ে ম্যাচে ইতিমধ্যেই পাঁচটি পেনাল্টি কর্নার পেয়েছে ভারত। এর মধ্যে তিনটিই গোল। প্রথম গোল দুটি করেন অধিনায়ক হরমপ্রীত। ভারতের হয়ে তৃতীয় গোল যুগরাজের।
-
আম্পায়ার ভুল করছেন!
০-২ পিছিয়ে থেকে পাকিস্তান কোচ মহম্মদ সাকলিন বলছেন, আম্পায়ার যদি ভুল করেন, ভালো খেলেও লাভ হবে না। আমার টিম ভালো খেলছে। হাফ টাইম বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে বলেন পাকিস্তানের কোচ।
-
-
হাফ টাইম
হাফটাইমে ভারত এগিয়ে ২-০ ব্যবধানে। ভারতের দুটি গোলই পেনাল্টি কর্নার থেকে। দুটি গোলই করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গোলদুটি হয় ১৪ ও ২২ মিনিটে।
-
দ্বিতীয় কোয়ার্টার শেষ মুহূর্তে…
দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। লিড বাড়েনি। এরপর পেনাল্টি স্ট্রোকের জন্য রিভিউ নেয় ভারত। রিভিউ হারাল ভারত।
-
ভারতীয় আক্রমণে চাপে
ভারতের লাগাতার আক্রমণে বারবার চাপে পড়ছিল পাকিস্তান। তাড়াহুড়োয় ভুলও হয়। ফের পেনাল্টি কর্নার পায় ভারত। পরিণতিও একই। পেনাল্টি কর্নার থেকে দল এবং ম্যাচের দ্বিতীয় গোল হরমনপ্রীত সিংয়ের।
-
পেনাল্টি কর্নার
প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্ত। পেনাল্টি কর্নার পেল ভারত। হার্দিক সিং প্রস্তুত। হরমনপ্রীত সিংয়ের গোল।
-
সিদ্ধান্ত
নাটকীয় শুরু। আব্দুল শাহিন হাননের শরীরে বল লেগে গোলে ঢোকে। ভারত রিভিউ নেয়। গোল বাতিল হলেও পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। ভারতের গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠকের অনবদ্য সেভ।
-
বিদ্যুৎ খেলে যাওয়া আবহ
প্রত্যাশিত ভাবেই বিদ্যুৎ খেলে যাওয়া পরিস্থিতি। মাঠে উপস্থিত তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, সঙ্গে ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার রবিচন্দ্রন অশ্বিন। রয়েছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে।
-
ভারত-পাক অঙ্ক
ভারত, মালয়েশিয়ার সেমিফাইনাল নিশ্চিত। পাকিস্তান তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে তিনটি দল রয়েছে ৫ পয়েন্টে। গোল পার্থক্যে ভালো জায়গায় পাকিস্তান। ভারতের কাছে বড় ব্যবধানে হারলে তাদের রাস্তা কঠিন হতে পারে।
-
কয়েক ঘণ্টায় শেষ!
ভারত-পাকিস্তান টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল টিকিট। অপেক্ষা এখন ম্যাচ শুরুর।
-
বাকি নেই আর এক ঘণ্টাও
চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দিনের দ্বিতীয় ম্যাচ চলছে। কোরিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে মালয়েশিয়া। এরপর রয়েছে ভারত-পাকিস্তান মহারণ।
Published On - Aug 09,2023 7:30 PM