IOC Session in Mumbai: ৪০ বছর পর ভারতে ফিরছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক, জানুন কোথায়
৪০ বছর পর এই বৈঠক আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। এর আগে ১৯৮৩ সালে শেষ বার ভারতে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক।
মুম্বই: ২০২৩ সালে ১৪০তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (International Olympic Committee) বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত (India)। ৪০ বছর পর এই বৈঠক আয়োজনের দায়িত্ব পাচ্ছে ভারত। এর আগে ১৯৮৩ সালে শেষ বার ভারতে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক। সে বার দিল্লিতে বসেছিল আইওসির (IOC) সেশন। তবে আগামী ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক আয়োজিত হতে চলেছে মুম্বইয়ে। আজ, শনিবার বেজিংয়ে এই বিষয় নিয়ে ভার্চুয়াল বৈঠক ছিল। শীতকালীন অলিম্পিকের ফাঁকে বেজিংয়ে হওয়া ১৩৯তম আইওসি সেশনে বিড করে পরবর্তী অলিম্পিক কমিটির বৈঠক আয়োজন করার দায়িত্ব পেয়েছে ভারত।
A truly momentous occasion for the Olympic Movement in India!
Mumbai, India will host the 2023 IOC Session.
"It is our dream to host the Olympic Games in India in the years to come!”– Smt. Nita Ambani, IOC Member and Founder-Chairperson, Reliance Foundation#OlympicsInIndia pic.twitter.com/34dneOIhYF
— Reliance Foundation (@ril_foundation) February 19, 2022
আইওসির এই ভার্চুয়াল বৈঠকে ভারতের হয়ে যোগ দিয়েছিলেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া শুটার অভিনব বিন্দ্রা। পাশাপাশি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা অম্বানি। এছাড়াও ভারতের হয়ে ওই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
ভারত থেকে প্রথম মহিলা আইওসি সদস্য হলেন নীতা অম্বানি। তিনি বলেন, “৪০ বছরের অপেক্ষার পর অলিম্পিক আন্দোলন ভারতে ফিরে এসেছে। ২০২৩ সালে মুম্বইতে হতে চলা আইওসি অধিবেশনের আয়োজক হওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।”
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক হল সদস্যদের সাধারণ সভা। এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নীতি নির্ধারণ করে এবং এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। একটি সাধারণ অধিবেশন বছরে একবারই অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে রয়েছেন মোট ১০১ জন সদস্য। এই ১০১ জন সসস্যের ভোট দেওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি রয়েছেন অতিরিক্ত ৪৫ জন সম্মানীয় সদস্য এবং ১ জন বিশেষ সদস্য। তবে তাঁদের কিন্তু ভোট দেওয়ার কোনও অধিকার নেই। তবে এই সকল সদস্যের অনুমতিতেই নির্ধারিত হয় প্রতি বছর কোথায় বসবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সেশন।
আরও পড়ুন: ICC World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচেই ভারত, মগডালে শ্রীলঙ্কা
আরও পড়ুন: Wriddhiman Saha: ঋদ্ধিমানের ভবিষ্যৎ কী? রঞ্জি খেলার পরামর্শ দিচ্ছে বোর্ড
আরও পড়ুন: India vs Sri Lanka: টেস্ট টিমে ডাক পেলেন, জানেন কে এই সৌরভ কুমার?