World Archery Youth Championships: পোল্যান্ডে সোনায় সোহাগা ভারতীয় তিরন্দাজরা

ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (World Archery Youth Championships) একদিনে ৩টি সোনাসহ মোট ৫টি পদক পেল ভারত (India)।

World Archery Youth Championships: পোল্যান্ডে সোনায় সোহাগা ভারতীয় তিরন্দাজরা
সৌজন্যে-ওয়ার্ল্ড আর্চারি টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 8:05 PM

পোল্যান্ড: ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (World Archery Youth Championships) একদিনে ৩টি সোনাসহ মোট ৫টি পদক পেল ভারত (India)। রয়েছে ১টি রুপো ও ১টি ব্রোঞ্চও। আজ, শনিবার বিশ্ব আর্চারির যুব চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ক্যাডেটে পাঁচ পাঁচটি পদক পেয়েছেন ভারতীয় তিরন্দাজরা।

দিনের শুরুতেই মেয়েদের দলগত ইভেন্টে ভারতের মেয়েরা তুর্কি প্রতিপক্ষকে হারায় ২২৮-২১৬ পয়েন্টে। জিতে নেন সোনা। ভারতের হয়ে সোনাজয়ী মেয়েদের দলে ছিলেন পারণীত কৌর (Parneet Kaur), প্রিয়া গুজ্জর (Priya Gurjar) এবং রিধি বর্ষিণি (Ridhi Varshini)।

বিশ্ব আর্চারির যুব চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ক্যাডেটে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন সাহিল চৌধুরিরা। ছেলেদের ইভেন্টে মার্কিন প্রতিপক্ষদের ২৩৩-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেন ভারতীয় ছেলেদের দল। সোনাজয়ী দলের সদস্যরা হলেন- সাহিল চৌধুরি (Sahil Chaudhary), মিহির নিতিন আপার (Mihir Nitin Apar) ও কুশল দালাল (Kushal Dalal)।

ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ভারতের সোনার হ্যাটট্রিক পূর্ণ করেন মিক্সড জুটি প্রিয়া গুজ্জর ও কুশল দালাল। মার্কিন প্রতিপক্ষদের ১৫৫-১৫২ পয়েন্টে হারান ভারতের তিরন্দাজ জুটি প্রিয়া-কুশল।

তিনটি সোনা ছাড়াও এদিন ভারতের ঝুলিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্ট থেকেও এসেছে আরও দুটি পদক। মেক্সিকোর প্রতিপক্ষের কাছে ১৩৬-১৩৯ পয়েন্টে হেরে ভারতের মহিলা তিরন্দাজ প্রিয়া গুজ্জর পেয়েছেন রুপো। ব্রোঞ্জ পদক ম্যাচে ব্রিটিশ প্রতিপক্ষকে ১৪০-১৩৫ পয়েন্টে হারান পারণীত কৌর এবং ভারতকে আরও এক পদক এনে দেন।