AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: টোকিও গেমসের নতুন করোনাবিধি আইওসির

বডি কনট্যাক্ট খেলাগুলোর ক্ষেত্রে করোনা (COVID-19) ভীতি ক্রমশ বড় আকার নিচ্ছে।

Tokyo Olympics 2020: টোকিও গেমসের নতুন করোনাবিধি আইওসির
সৌজন্যে-টুইটার
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 6:43 PM
Share

লুসেন: অলিম্পিকে (Olympics) যদি কোনও প্রতিযোগীর করোনা হয়, তিনি যদি আবার কোনও টুর্নামেন্টের ফাইনালে ওঠেন, কী হবে? এ নিয়ে করোনাবিধি জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)।

বডি কনট্যাক্ট খেলাগুলোর ক্ষেত্রে করোনা (COVID-19) ভীতি ক্রমশ বড় আকার নিচ্ছে। বক্সিং, কুস্তির মতো ইভেন্টগুলোয় যদি কারও করোনা হয়, কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। অলিম্পিক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, যদি ফাইনালে ওঠা কোনও প্রতিযোগীর করোনা হয়, তা হলে ওই ফাইনালে প্রতিপক্ষ ওয়াকওভার পেয়ে যাবেন। তিনি জিতবেন সোনা। আর করোনা আক্রান্ত অ্যাথলিট পাবেন রুপো।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বক্সিংয়ে কারও যদি এমন হয়, তা হলে তাঁকে ডিসকোয়ালিফায়েড বলে ধরা হবে না। তবে, তাঁর প্রতিপক্ষ ওয়াকওভার পেয়ে যাবেন। কুস্তির ক্ষেত্রেও একই নিয়ম বলবত্‍ হবে।’

তবে শুধু বক্সিং কিংবা কুস্তিই তাই নয়, শুটিংয়েও একই নিয়ম থাকবে। কিছুটা পরিবর্তনও করা যাবে। বলা হচ্ছে, শুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টে যদি কেউ করোনা আক্রান্ত হন, তা হলে তাঁকে ছাড়াই বাকি ইভেন্ট হবে। যদি মিক্সড ডাবলসের ক্ষেত্রে কোনও একজন অ্যাথলিটের করোনা হয়, তা হলে সেই দেশের সংস্থা ওই অ্যাথলিটকে বদলাতে পারবে।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ১৩ জুলাই টোকিওগামী অ্যাথলিটদের উদ্বুদ্ধ করবেন নরেন্দ্র মোদী