Khelo India Games Live: নজর রাখুন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের লাইভ আপডেটে

| Edited By: | Updated on: Apr 26, 2022 | 7:56 PM

Khelo India University Games Live Updates: আজ, মঙ্গলবার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিন।

Khelo India Games Live: নজর রাখুন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের লাইভ আপডেটে
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১Image Credit source: Twitter

বেঙ্গালুরু: আজ, মঙ্গলবার খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস (Khelo India University Games)-এর চতুর্থ দিন। বেঙ্গালুরুতে (Bengaluru) রবিবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত ধরে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। এই প্রতিযোগিতা ৩ মে অবধি চলবে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় দিনের শেষে পদক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে জৈন ইউনিভার্সিটি। কর্ণাটকের জৈন ইউনিভার্সিটির পড়ুয়ারা এখনও অবধি মোট ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছেন। শিবাজী ইউনিভার্সিটি রয়েছে দুই নম্বরে। তাদের ঝুলিতে রয়েছে তিনটি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ। এবং পদকসংখ্যার দিক থেকে তিন নম্বরে রয়েছে মুম্বই ইউনিভার্সিটি। শিবাজী ইউনিভার্সিটির মতোই মুম্বই ইউনিভার্সিটির পড়ুয়ারা তিনটি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ পেয়েছেন।

সারা দেশের বিভিন্ন প্রান্তের অনেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ১৮৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে। মোট ৪ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন ২০টি ইভেন্টে। কান্তিরাভা স্টেডিয়ামের কমপ্লেক্সেই হবে অ্যাথলেটিক্স ও বাস্কেটবল। বেঙ্গালুরুর সাই কমপ্লেক্সে হবে শুটিং। হকির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কারিয়াপ্পা স্টেডিয়ামে। করোনার কারণে গত বছর এই টুর্নামেন্টটি হয়নি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Apr 2022 07:30 PM (IST)

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অঞ্জু

    অঞ্জু ববি জর্জ আজ ঘুরে দেখলেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের কিছু ইভেন্টের ভেনু। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন তার কিছু ঝলক।

  • 26 Apr 2022 07:07 PM (IST)

    মেয়েদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পদক পেলেন কারা?

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিনে মেয়েদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পদক পেলেন কারা, দেখে নিন

  • 26 Apr 2022 05:16 PM (IST)

    মালখাম্বে মেয়েদের ম্যাচের রেজাল্ট

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিন মালখাম্বে মেয়েদের ম্যাচের রেজান্ট এক নজরে দেখে নিন

  • 26 Apr 2022 04:01 PM (IST)

    ব্যাডমিন্টন ম্যাচের রেজাল্ট

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ব্যাডমিন্টন ম্যাচের রেজান্ট এক নজরে দেখে নিন

  • 26 Apr 2022 02:40 PM (IST)

    সাঁতারে নয়া রেকর্ড

    সাঁতারে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইতে নয়া রেকর্ড গড়লেন আরিয়ান পাঞ্চাল।

  • 26 Apr 2022 02:39 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে মেয়েদের ৪০০ মিটার ব্যাক্তিগত মেডলিতে রেকর্ড গড়লেন কল্যানী সাক্সেনা।

  • 26 Apr 2022 12:15 PM (IST)

    দেখে নিন বাস্কেটবলের রেজাল্ট আপডেট

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ দিন বাস্কেটবল ম্যাচের ফলাফল দেখে নিন…

  • 26 Apr 2022 12:14 PM (IST)

    দেখে নিন সাঁতারের রেজাল্ট আপডেট

    খেলো ইন্ডিয়া গেমসের চতুর্থ দিন সাঁতারের ফলাফল দেখে নিন…

  • 26 Apr 2022 11:30 AM (IST)

    মালখাম্ব টিম ইভেন্টের ঝলক

    দেখে নিন মেয়েদের মালখাম্ব টিম ইভেন্টের রোপ ক্যাটেগরির কিছু ঝলক…

  • 26 Apr 2022 10:05 AM (IST)

    যমজ বোনের জোড়া পদক

    খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় দিন ২০০ মিটার ব্র্যাকস্ট্রোক সাঁতারে যমজ বোন জ্যোতি পাতিল ও আরতি পাতিল পেলেন জোড়া পদক।

  • 26 Apr 2022 10:00 AM (IST)

    দেখে নিন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের শিডিউল

    দেখে নিন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় দিনের শিডিউল দেখে নিন..

Published On - Apr 26,2022 9:00 AM

Follow Us: