Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naomi Osaka: অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামছেন ওসাকা

গত মরসুমে ওসাকা টেনিস দুনিয়ার সবচেয়ে আলোচিত প্লেয়ার ছিলেন। একের পর এক ম্যাচ খেলছিলেন ঠিকই, কিন্তু নানা বিতর্কে জড়িয়েও পড়ছিলেন। তিনি নিজেই নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। যে কারণে টেনিস থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ওসাকা।

Naomi Osaka: অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামছেন ওসাকা
Naomi Osaka: অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামছেন ওসাকা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 3:00 PM

টোকিও: সেই কান্না এখনও মনে রয়েছে টেনিস (Tennis) দুনিয়ার। দু’মাস আগে ইউএস ওপেন (US Open) থেকে হেরে ছিটকে গিয়েছিলেন। আর তারপর অনির্দিষ্ট কালের জন্য কোর্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। অনেকেই তাঁর টেনিস ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও তুলে দিয়েছিলেন। সেই নাওমি ওসাকা (Naomi Osaka) ফিরছেন কোর্টে। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) তাঁকে খেলতে দেখা যাবে। নিজেই টুইট করে জানিয়েছেন জাপানি টেনিস তারকা।

ওসাকা প্র্যাক্টিসের ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘এখনও কিছুটা বেসামাল। তবে কোর্টে ফিরতে পেরে ভালো লাগছে। এই সময়ে অনেকেই আমাকে মেসেজ করে পাশে দাড়িয়েছেন। আর সেই কারণে তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

গত সেপ্টেম্বরে লায়লা ফের্নান্ডেজের কাছে হেরে ফ্লাশিং মিডো থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর কান্নায় ভেঙে পড়েছিলেন ওসাকা। বিপর্যস্ত টেনিস প্লেয়ার জানিয়েছিলেন, মানসিক ভাবে তিনি কিছুটা হলেও বিপর্যস্ত। মানসিক স্বাস্থ্য তাঁর ভালো জায়গায় নেই, এমনও বলেছিলেন। যা ভাবাচ্ছিল ওসাকাকে। এক সাক্ষাৎকারে বলেওছিলেন, ‘সম্প্রতি একটা ব্যাপার খেয়াল করেছি, ম্যাচ জিতলেও আমি আনন্দ পাচ্ছি না। কিছুটা যেন স্বস্তি পাচ্ছি। কিন্তু হারলে, চরম কষ্টে ডুবে যাচ্ছি। এটা স্বাভাবিক নয়। আমি সত্যিই কাঁদতে চাই না।’

গত মরসুমে ওসাকা টেনিস দুনিয়ার সবচেয়ে আলোচিত প্লেয়ার ছিলেন। একের পর এক ম্যাচ খেলছিলেন ঠিকই, কিন্তু নানা বিতর্কে জড়িয়েও পড়ছিলেন। তিনি নিজেই নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। যে কারণে টেনিস থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ওসাকা। জাপানি তারকা বলেওছিলেন, ‘আমি এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, বুঝতে পারছি না, কী চাই। আমি জানি না, কখন আবার কোর্টে নেমে আর একটা টেনিস ম্যাচ খেলব। আর সেই কারণেই ব্রেক নিতে চাইছি।’

বিশ্ব খেলায় মানসিক স্বাস্থ্য একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। ওসাকার পাশাপাশি অলিম্পিকের সময় সিমোনে বাইলসকে নিয়েও একই প্রশ্ন উঠেছিল। পারফর্ম করতে পারছিলেন না। অতীতের কিছু যন্ত্রণা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছিল তাঁকে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাইলসের পরামর্শ ছিল, কাছের মানুষদের সঙ্গে নিজের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। চুপ করে না থেকে মনের কথা জানাতে।

চারটে গ্র্যান্ড স্লামজয়ী ওসাকার কোর্টে ফেরাকে স্বাগত জানাচ্ছে টেনিস ভক্তরা। ওসাকা নিজেও চাইছেন, অস্ট্রেলিয়ান ওপেন থেকে আবার পুরনো ছন্দ ফিরে পেতে। দু’মাসের বিরতি তাঁকে মানসিক ভাবে চাঙ্গা করে দিয়েছে। আর সেই কারণেই নতুন স্বপ্ন নিয়ে কোর্টে হাজির হয়েছেন ওসাকা।