NEERAJ CHOPRA : ‘শুধু দেশের নয়, নীরজ বিশ্বের ক্রাশ !’, বলিউড অভিনেত্রীর মন্তব্যে জল্পনা
গত ১৫ ইআগস্ট অনুষ্ঠানের ফাঁকে পরিচালক মধুরের সঙ্গে দেখা হয় নীর জ চোপড়ার।
মুম্বইঃ ক্রিকেট নিয়ে যে দেশ সারাবছর মেতে থাকে, তাদের কাছে এখন আলোচনায় কেন্দ্রবিন্দুতে নীরজ চোপড়া। অ্যাথলেটিক্সে অলিম্পিকে বারবার মুখ থুবড়ে ভারতকে অন্য দিগন্ত দেখিয়েছেন নীরজ চোপড়া। ভারতে জ্যাভলিন থ্রোয়ের মত কম জনপ্রিয় খেলাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন পানিপথের নীরজ। এখন ঘরে ঘরে আলোচনা জ্যাভলিন নিয়ে। আর এবার বলিউড অভিনেত্রীর মন্তব্যে নতুন আলোচনা।
বলিউড তারকা কিয়ারা আডবাণী এক অনুষ্ঠানে এসে জানালেন, “নীরজ চোপড়া এখন শুধু ভারতের নয়, গোটা দুনিয়ার ক্রাশ।” ওটিটিতে মুক্তি পেয়েছে শেরশাহ। সেই মুক্তি নিয়ে একটি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করলেন কিয়ারা আডবাণী। তার পাশেই তখন বসে রয়েছেন অভিনেতী সিদ্ধার্থ মালহোত্রা। নীরজকে নিয়ে সিদ্ধার্থের মন্তব্য, “নীরজই আসল শেরশাহ!” এখন নীরজ জ্বরে কাবু গোটা দেশ। বাদ গেল না বলিউডও। এদিকে নীরজ চোপড়াকে নিয়ে ফিবল্ম তৈরি নিয়ে নিয়ে নতুন করে জল্পনা। সেই জল্পনা বাড়িয়েছে পরিচালক মধুর ভান্ডরকরের সঙ্গে নীরজের সাক্ষাৎ নিয়ে।
গত ১৫ ইআগস্ট অনুষ্ঠানের ফাঁকে পরিচালক মধুরের সঙ্গে দেখা হয় নীর জ চোপড়ার। নীরজকে ফিল্মের কথা বলাতেই অলিম্পিকে সোনাজয়ী সটান জানিয়ে দেন, ”তিনি এখন এসব নিয়ে ভাবতেই চাননা। আর তেমন আগ্রহীও নন। বরং এখন খেলাতেই মন দিতে চান তিনি।” ফলে ফের একবার জল্পনায় জল ঢেলে দিলেন নীরজ স্বয়ং।