Neeraj Chopra: কুয়োর্তানে গেমস নীরজের বর্শায় বিধল সোনা
ফিনল্যান্ডে চলা কুয়োর্তানে গেমসে (Kuortane Games) সোনা জিতলেন নীরজ।
ফিনল্যান্ড: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) বর্শায় ফের বিধল সোনা। ফিনল্যান্ডে চলা কুয়োর্তানে গেমসে (Kuortane Games) সোনা জিতলেন নীরজ। ২৪ বছরের নীরজ তিন দিন আগেই জাতীয় রেকর্ড গড়েছিলেন ফিনল্যান্ডেই হওয়া পাভো নুরমি গেমসে (Paavo Nurmi Games)। তবে জাতীয় রেকর্ড গড়েও সেদিন সোনা হাতে আসেনি নীরজের। রুপোতেই তাঁকে সন্তুষ্ট থাকত হয়েছিল। তবে আজ আর রুপো নয়, ৮৬.৬৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন তিনি।
বৃষ্টির কারণে রানওয়ে ভিজে ছিল। তার মধ্যেই প্রথম থ্রো-তে ৮৬.৬৯ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। ত্রিনিদাদের কেশর্ন ওয়ালকট সব থেকে কাছে পৌঁছেছিলেন নীরজের। তবে তাঁকে ছাপিয়ে যেতে পারেননি। ৮৬.৬৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ওয়ালকট রুপো অর্জন করেছেন। গ্রানাডার অ্যান্ডারসন পিটারস ৮৪.৭৫ মিটার দূরে বর্শা ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেছেন।
NEERAJ WINS GOLD ??@Neeraj_chopra1 wins ?at #KuortaneGames2022 with his 1st & best throw of 86.69m
He clinched the top in the 1st attempt & passed on his final 3 attempts after slipping
Our Champ has done it yet again, winning his 2nd ?of the season ???
Congrats ? pic.twitter.com/fkTSbuVwOl
— SAI Media (@Media_SAI) June 18, 2022
নীরজের দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হয়। এবং তিনি মাত্র তিনটি থ্রো-ই করেন। বৃষ্টির কারণে রানওয়ে স্লিপারি হয়ে গিয়েছিল। যার ফলে দেখা যায় তৃতীয় থ্রো করার পর পা পিছলে পড়ে যান নীরজ। কিন্তু তাঁর প্রথম থ্রো-তেই সোনা লেখা ছিল। যার ফলে পরের দুটো থ্রো ফাউল হলেও শেষ হাসি ফুটল নীরজের মুখেই।
Nasty slip for Neeraj Chopra on a very slippery runway at the Kuortane Games. He seems ok though. pic.twitter.com/6Zm0nlojkZ
— jonathan selvaraj (@jon_selvaraj) June 18, 2022
১৫ জুন ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ গড়ে ফেলেছিলেন নয়া জাতীয় রেকর্ড। এর আগে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। তবে ফিনল্যান্ডে সেই দূরত্বকেও ছাপিয়ে যান তিনি। তবে নীরজের পাখির চোখ ৯০ মিটারে। কিন্তু এ দিন কুয়োর্তানে গেমসে সোনা জিতলেও ৯০ মিটারের স্বপ্ন পূরণ হয়নি নীরজের। এক সপ্তাহে জোড়া পদক জিতলেন নীরজ। এরপর তিনি চলতি বছরের বার্মিংহামে কমনওয়েলথ গেমসের আগে, ওরেগনে ১৫-২৪ জুলাই হতে চলা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন।