Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tori Bowie Death : বেডরুমে পড়ে অলিম্পিক চ্যাম্পিয়নের মৃতদেহ, জানা গেল ১০ দিন পর

Olympic Champion Death : অ্যাথলিট কেরিয়ারের প্রথম দিকে বাওয়ি ছিলেন লং জাম্পার। ধীরে ধীরে স্প্রিন্টার হয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই তাঁর সাফল্যের খিদে দেখে অনেকেই বলতেন, এই মেয়ে অনেক দূর যাবে। প্রত্যাশা পূরণ করেছিলেন বাওয়ি। সেই তিনিই হঠাৎ মারা গেলেন। ৩২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

Tori Bowie Death : বেডরুমে পড়ে অলিম্পিক চ্যাম্পিয়নের মৃতদেহ, জানা গেল ১০ দিন পর
বেডরুমে পড়ে অলিম্পিক চ্যাম্পিয়নের মৃতদেহ, জানা গেল ১০ দিন পর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 3:33 PM

নিউ ইয়র্ক : রিও অলিম্পিকে ১০০ মিটারে ছিল রুপো। ২০০ মিটারে ব্রোঞ্জ, আর ১০০ মিটার রিলেতে অ্যাঙ্কর করেছিলেন তিনি। সেই সুবাদে মেয়েদের রিলেতে আমেরিকা অলিম্পিকে জিতেছিল সোনা। ৭ বছর আগে সর্বোচ্চ পর্যায়ে তিনি যে সুনাম অর্জন করেছিলেন, তা এখনও ভোলেনি দেশবাসী। স্প্রিন্টারদের (Sprinter) দুনিয়ায় দুরন্ত উত্থান হয়েছিল টরি বাওয়ির (Tori Bowie)। সেই তিনিই হঠাৎ মারা গেলেন। ৩২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মেডিকেল রিপোর্ট যা-ই বলুক না কেন, বাওয়ির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। মাস খানেক আগে, মে মাসের ২ তারিখ মারা গিয়েছেন বাওয়ি। কিন্তু এক মাস কেটে গেলেও তাঁর মৃত্যু ঘিরে সংশয় কাটছে না। এ নিয়ে চাপানউতোর কেন? কেনই বা হঠাৎ মৃত্যু হল টরি বাওয়ির? অরেঞ্জ কাউন্টিতে তাঁর বাড়ির বেডরুম থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ। ১০ দিন তাঁকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু হয়। দেখা যায়, টরি বাওয়ি মারা গিয়েছেন। এমন দুঃখজনক মৃত্যু কেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৩০ এর কোঠায় পা রাখার আগেই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন বাওয়ি। ঠাকুমার হাত ধরে মিসিসিপিতে আসা বাওয়ির। প্রথম প্রেম ছিল বাস্কেটবল। সেই সময়ই ট্র্যাকে পা রাখেন ছোট্ট বাওয়ি। তাঁর পরিশ্রম এবং তাগিদ দ্রুত সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল। ট্র্যাকই ধীরে ধীরে ঠিকানা হয়ে ওঠে তাঁর। একের পর এক দেশীয় টুর্নামেন্ট জিততে জিততে তিনি আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য পেতে থাকেন। রিও অলিম্পিক বাওয়িকে দু’হাত ভরে দিয়েছিল। যে কোনও অ্যাথলিটের স্বপ্ন থাকে অলিম্পিকে পদক পাওয়া। ১-২টো নয়, বাওয়ি তিন তিনটে পদক পেয়েছিলেন রিও অলিম্পিক থেকে। প্রবল জনপ্রিয় এই কৃষ্ণাঙ্গ অ্যাথলিটের মৃত্যু ধীরে আমেরিকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন হঠাৎ মৃত্যু বাওয়ির? জানা গিয়েছে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। অটোপসি রিপোর্ট বলছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়। বাওয়ির মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ঘটনা হল, আমেরিকার কৃষ্ণাঙ্গ মহিলাদের জন্ম-হার প্রায় ৭০ শতাংশ। যে কারণে বাওয়ির মৃত্যু খানিকটা সংশয় তৈরি করেছে। অবশ্য সরকারি মহল থেকে দাবি করা হয়েছে, এই জনপ্রিয় স্প্রিন্টারের মৃত্যু ঘিরে কোনও রহস্য নেই। কিন্তু তাঁর ভক্তকূল মানতে নারাজ। সবচেয়ে দুর্ভাগ্যের হল, বাওয়ি যে মারা গিয়েছেন, তা বেশ কয়েক দিন পর জানা গিয়েছিল। কয়েকদিন তাঁকে দেখতে না পেয়ে অরেঞ্জ কাউন্টির বাড়িতে যান সরকারি আধিকারিকরা। তখনই দেখা যায় তাঁর মৃতদেহ পড়ে রয়েছে ঘরে। বলা হচ্ছে, তিনি ২৩ এপ্রিল মারা গিয়েছিলেন। অর্থাৎ প্রায় ১০ দিন পর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বেডরুম থেকে।

অ্যাথলিট কেরিয়ারের প্রথম দিকে বাওয়ি ছিলেন লং জাম্পার। ধীরে ধীরে স্প্রিন্টার হয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরু থেকেই তাঁর সাফল্যের খিদে দেখে অনেকেই বলতেন, এই মেয়ে অনেক দূর যাবে। প্রত্যাশা পূরণ করেছিলেন বাওয়ি। ২০১৫ ও ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ব্রোঞ্জ ও সোনা ছিল তাঁর। ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিলেতে সোনা জিতেছিলেন।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'