Roger Federer Retires: ‘অভ্যাস কখনও অবসর নেয় না’, ফেডেরারকে ধন্যবাদ ক্রীড়াবিশ্বের
রাফা নাদাল থেকে কার্লোস আলকারাজ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মিতালি রাজরা কিংবদন্তির অবসরের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কলকাতা: ব়্যাকেট তুলে রেখেছেন টেনিসের রাজা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রীড়া বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে রজার ফেডেরারের (Roger federer) দু পাতার বিদায়ী চিঠি। খুব যত্ন করে তিনি লিখেছেন এবং তা পড়েও শুনিয়েছেন। টুইটার ভাসছে প্রতিক্রিয়ায়। কেউ অভিনন্দন জানিয়েছেন, কারও মন ভারাক্রান্ত। রাফা নাদাল থেকে কার্লোস আলকারাজ, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, মিতালি রাজরা কিংবদন্তির অবসরের খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সেরেনা উইলিয়ামস: আমি এই কথাটা বলার নিখুঁত উপায় খুঁজে বের করতে চাইছিলাম কারণ তুমি এই খেলাটিকে এত সুন্দরভাবে বিদায় জানিয়েছ, ঠিক তোমার কেরিয়ারের মতোই। অবসরের দুনিয়ায় তোমাকে স্বাগত।
View this post on Instagram
মার্টিনা নাভ্রাতিলোভা: কী একটি হৃদয়গ্রাহী বার্তা, ভালোবাসা, জীবন, আশা, আবেগ এবং কৃতজ্ঞতায় পূর্ণ। ঠিক যেভাবে রজারকে আমরা খেলতে দেখতে ভালোবাসি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই ম্যাজিক ছড়ানোর জন্য।
What a heartfelt message , full of love, life, hope, passion and gratitude. Which is exactly how Roger played the game we love so much. Thank you thank you thank you, for all the magic!!! Xoxoxo https://t.co/2s1Aw5SpJ5
— Martina Navratilova (@Martina) September 15, 2022
বিলি জিন কিং: রজার ফেডেরার একজন চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন। তাঁর প্রজন্মের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। কোর্টে অদ্ভুত দ্রুততা এবং শক্তিশালী টেনিসে মন দিয়ে সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের মন জয় করেছে৷ তাঁর এই ঐতিহাসিক কেরিয়ার স্মৃতির সঙ্গে বেঁচে থাকবে।
(1/2) Roger Federer is a champion’s champion. He has the most complete game of his generation & captured the hearts of sports fans around the world with an amazing quickness on the court & a powerful tennis mind. He has had a historic career w/memories that will live on and on. pic.twitter.com/zxGq4izh1v
— Billie Jean King (@BillieJeanKing) September 15, 2022
সচিন তেন্ডুলকর: কী দারুণ এক কেরিয়ার। তোমার টেনিস ব্র্যান্ডে আমরা মুগ্ধ। ধীরে ধীরে তোমার খেলা দেখা অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস কখনও অবসর নেয় না। সেটা আমাদের সঙ্গেই থেকে যায়। দারুণ সব স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।
What a career, @rogerfederer. We fell in love with your brand of tennis. Slowly, your tennis became a habit. And habits never retire, they become a part of us.
Thank you for all the wonderful memories. pic.twitter.com/FFEFWGLxKR
— Sachin Tendulkar (@sachin_rt) September 15, 2022
বিরাট কোহলি: দ্যা গ্রেটেস্ট অব অল টাইম। কিং রজার।
মিতালি রাজ: GOAT খেতাব তোমাকেই মানায়। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ চ্যাম্পিয়ন
Grace and elegance personified, the title of GOAT suits you well @rogerfederer. Thank you for all the memories, champ. pic.twitter.com/LuerDLjHbl
— Mithali Raj (@M_Raj03) September 15, 2022





