WIMBLEDON : ১৯ বছর পর স্ট্রেট সেটে হার! উইম্বলডন থেকে বিদায় ফেডেরারের

পরিসংখ্যান বলছে, এর আগে মাত্র দুবারই ৬-০ সেটে হেরেছেন ফেডেরার। তা কোনওবারই উইম্বলডনে নয়। দুবারই হেরেছেন ফরাসি ওপেনের মঞ্চে।

WIMBLEDON : ১৯ বছর পর স্ট্রেট সেটে হার!  উইম্বলডন থেকে বিদায় ফেডেরারের
লজ্জার হারের পর উইম্বলডনকে বিদায় জানাচ্ছেন ফেডেরার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 12:02 AM

লন্ডনঃ হেরে গেলেন বললে কম বলা হয়। কার্যত প্রতিপক্ষের কাছে উড়ে গেলেন রজার ফেডেরার(ROGER FEDERER)। ঘটনাস্থল উইম্বলডন(WIMBLEDON)। যেই উইম্বলডন তাঁকে ৮ বার চ্যাম্পিয়ন হিসেবে দেখেছে। সেই উইম্বলডনেই কিনা হারলেন স্ট্রেট সেটে। কোনও জকোভিচ বা নাদাল নন। হারালেন অনামী হুবার্ট হুরক্যাজের (Hubert Hurkacz)কাছে। পোলিশ(POLAND) ২৪ বছর বয়সীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে(QUARTER FINAL) ফেডেরার হারলেন ৩-৬, ৬-৭ (৪-৭), ০-৬ সেটে। তৃতীয় সেটে কোনও জয়ই পেলেন না ৩৯ বছরের ফেড এক্সপ্রেস।

৮ বারের চ্যাম্পিয়ন ফেডেরার শুরু থেকেই এদিন অস্বস্তিতে ছিলেন ২৪ বছর বয়সী হুরক্য়াজের বিরুদ্ধে। প্রথম সেটে হার ৩-৬ ফলে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেন ফেডেরার। তবে দাপট ছিল পোলিশ টেনিস খেলোয়াড়ের। আর শেষ সেটে প্রতিপক্ষের বিরুদ্ধে উড়ে গেলেন রজার ফেডেরার। ০-৬ সেটে হার। দাঁড়াতেই পারেননি রজার ফেডেরার। দীর্ঘ কেরিয়ারে সেন্টার কোর্টে এই প্রথম ০-৬ ফলে হারলেন ফেডেরার। উইম্বলডনে আসা দর্শকরা যেনব মন থেকে মেনেই নিতে পারছিলেননা, এই ফেডেরারই সেন্টার কোর্টে ১১৯টি ম্যাচের মধ্যে জিতেছেন ১০৫টি। কোয়ার্টার ফাইনালে লজ্জার হারের পর বিধ্বস্ত সুইস টেনিস কিংবদন্তী।

এটিপির অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে তো লিখেই ফেলেছে, উইম্বলডনে শেষবার ৬-০ ফলে হেরেছেন ফেডেরার…না কখনই নয়। পরিসংখ্যান বলছে, এর আগে মাত্র দুবারই ৬-০ সেটে হেরেছেন ফেডেরার। তা কোনওবারই উইম্বলডনে নয়। দুবারই হেরেছেন ফরাসি ওপেনের মঞ্চে। ১৯৯৯ সালে প্যাট্রিক রাফটারের কাছে। দ্বিতীয়বার ২০০৮ সালে নাদালের বিরুদ্ধে।

আর উইম্বলডনে স্ট্রেট সেটে হার? ১৯ বছর পর উইম্বলডনে এই ঘটনা ঘটল রজারের কেরিয়ারে। ২০০২ সালের পর।