Swimming Pool at YBK: যুবভারতীতে সুইমিং পুলের উদ্বোধন ক্রীড়ামন্ত্রীর
নির্দিষ্ট অর্থের বিনিময়ে ও নির্ধারিত সময়ে রাজ্য, জাতীয় ও আর্ন্তজাতীয় স্তরের বর্তমান খেলোয়াড় ও প্রশিক্ষকরা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন।

কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে উদ্বোধন হল ঝাঁ চকচকে সুইমিং পুলের (Swimming Pool)। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সুইমিং পুলটির উদ্বোধন হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সুইমিং পুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের এক ঝাঁক তারকা। নির্দিষ্ট অর্থের বিনিময়ে ও নির্ধারিত সময়ে রাজ্য, জাতীয় ও আর্ন্তজাতীয় স্তরের বর্তমান খেলোয়াড় ও প্রশিক্ষকরা সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ক্রীড়াবিভাগের জন্য বরাদ্দ থাকবে এই সুইমিং পুল। একইসঙ্গে নিয়মিত সুইমিং পুলটির রক্ষণবেক্ষণ করা হবে। যে কারণে সপ্তাহে একটা দিন বন্ধ থাকবে পুল। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০০৭ সালে তৎকালীন সরকার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৭২০ বর্গ মিটার জায়গার উপর একটি সুইমিং পুল নির্মাণ করার অনুমতি দেয়। যার দায়িত্ব দেওয়া হয় স্যামকন রিসর্ট এন্ড হোটেল প্রাইভেট লিমিটেডকে। বছরে ১ লক্ষ ১৪ হাজার ২০০ টাকার বিনিময়ে তিন বছরের জন্য জমিটি (২৬ কাঠা) ব্যবহার করার অনুমতি দেয় সরকার। ২০১২ সালে সময়সীমা বাড়িয়ে ৬ বছর করা হয়। ২০১৭ সালে মেয়াদ শেষ হয়ে যায়। সরকারের পক্ষ থেকে স্যামকন রিসর্ট এন্ড হোটেল প্রাইভেট লিমিটেডকে জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু জমি না ছেড়ে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামে ওই কোম্পানি। পরবর্তীতে স্যামকন কর্তৃপক্ষ সরকারের কাছে জমিটিতে পুনরায় সুইমিং পুল তৈরি করে চালানোর আবেদন করে। রক্ষণাবেক্ষণ-সহ বিভিন্ন দিক মাথায় রেখে বর্তমান সরকার জমিটিতে সুইমিং পুল তৈরির অনুমতি দেয়। সঙ্গে বেশ কিছু শর্তও দেওয়া হয়। সেগুলি হল-
১. স্যামকন রিসর্ট অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেডকে জমিটি ৩ বছরের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।
২. পুলের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সবরকম খরচ স্যামকন রিসর্ট অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেড বহন করবে।
৩. ক্রীড়া বিভাগ সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সুইমিং পুল ব্যবহার করবে। বাকি সময়টুকু স্যামকন রিসর্ট অ্যান্ড হোটেল প্রাইভেট লিমিটেডের জন্য বরাদ্দ থাকবে।
৪. রাজ্যস্তর, জাতীয় স্তর ও আর্ন্তজাতীয় স্তরের বর্তমান খেলোয়াড় ও প্রশিক্ষকরা মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে নির্ধারিত সময়ে ২ ঘন্টার জন্য সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। ক্রীড়াবিদদের সুইমিং পুল ব্যবহারের স্লটগুলি হল-
১. প্রথম স্লট- সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত
২. দ্বিতীয় স্লট – বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত
৩. তৃতীয় স্লট- দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত
৪. সুইমিং পুলে যাবতীয় নিয়ম মেনে সাঁতারকাটা বাধ্যতামূলক
৬. সপ্তাহে এক দিন (বৃহস্পতিবার) সুইমিংপুল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে





