Swapna Barman: লক্ষ্য নন্দিনী আগাসার, ট্রান্সজেন্ডার বিতর্ক তুলে পদক ফেরত চাইলেন স্বপ্না বর্মন!
Asian Games 2023: জলপাইগুড়ির অ্যাথলিট জাকার্তা এশিয়ান গেমসের হেপ্টাথলন থেকে সোনা জিতেছিলেন। কিন্তু হানঝাউ গেমসে চরম ব্যর্থ হয়েছেন। শুরুতে পিছিয়ে থাকলে ধীরে ধীরে নিজেকে তুলে এনেছিলেন। তাতেও পদকের স্বপ্নপূরণ হয়নি। চতুর্থ হয়েই স্বপ্নাকে থামতে হয়েছে এশিয়ান গেমসে। এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেয়েছেন ভারতেরই নন্দিনী আগাসারা। তাঁর বিরুদ্ধেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বাঙালি অ্যাথলিট।
হানঝাউ: জ্যোতি ইয়ারাজির বিতর্ক মিটতে না মিটতে আর বিতর্কের মুখে ভারত। আর সেই বিতর্ক তুলে দিলেন বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। যিনি বাংলা ছেড়ে পাড়ি দিয়েছেন মধ্যপ্রদেশে। জলপাইগুড়ির অ্যাথলিট জাকার্তা এশিয়ান গেমসের হেপ্টাথলন থেকে সোনা জিতেছিলেন। কিন্তু হানঝাউ গেমসে চরম ব্যর্থ হয়েছেন। শুরুতে পিছিয়ে থাকলে ধীরে ধীরে নিজেকে তুলে এনেছিলেন। তাতেও পদকের স্বপ্নপূরণ হয়নি। চতুর্থ হয়েই স্বপ্নাকে থামতে হয়েছে এশিয়ান গেমসে। এই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেয়েছেন ভারতেরই নন্দিনী আগাসারা। তাঁর বিরুদ্ধেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বাঙালি অ্যাথলিট। যা ভারতীয় অ্যাথলেটিক্সে জন্ম দিয়েছে এক বিরাট বিতর্ক। কী সেই বিতর্ক? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
ঘটনা আসলে কী? হেপ্টাথলনে নন্দিনীর কাছেই পদক খুইয়েছেন স্বপ্না। গত রাতে ইভেন্টের পরই হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। সোমবার সকালে এক্স বা টুইটারে একটি পোস্ট করেছেন, যা বিস্ফোরণ ঘটিয়েছে। নন্দিনী ৫৭১২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন। মাত্র ৪ পয়েন্ট পিছনে শেষ করেছেন স্বপ্না। বিতর্ক বাঁধিয়ে দিলেও নন্দিনীর নাম করেননি বাঙালি অ্যাথলিট। কিন্তু লক্ষ্য যে নন্দিনী, বুঝতে অসুবিধা হচ্ছে না কারও।
স্বপ্না লিখেছেন, ‘এক ট্রান্সজেন্ডার অ্যাথলিটের কাছে আমি আমার এশিয়ান গেমস ব্রোঞ্জ খুইয়েছি। আমি আমার পদক ফেরত চাই। এটা আমাদের অ্যাথলেটিক্স নিয়মের বিরুদ্ধে। আপনারা আমাকে সাহায্য ও সমর্থন করুন।’
I have lost my Asian Games bronze medal to a transgender women at the 19th Asian Games held in Hangzhou,China. I want my medal back as it is against the rules of our Athletics. Help me and support me please. #protestforfairplay
— Swapna Barman (@Swapna_Barman96) October 2, 2023
স্বপ্না যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা অস্বস্তিতে ফেলে দিয়েছে সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তাদের। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে গত কয়েক বছরে বারবার বিতর্ক দেখা গিয়েছে। স্বপ্নার লেখা এই ক’টা লাইন যে এশিয়ান গেমসে ভারতকে চরম অস্বস্তিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট, তা বলছেন সকলেই। দুই ভারতীয় অ্যাথলিটের লড়াই হিসেবে দেখছেন অনেকেই। আবার টুইটারে অনেকেই স্বপ্নাকে পরামর্শ দিচ্ছেন, নিজের হার মেনে নিন। নন্দিনী আপনার থেকে ভালো পারফর্ম করেছে। অ্যাথলেটিক্স ফেডারেশন এ নিয়ে কী পদক্ষেপ করে, দেখার অপেক্ষায় সকলেই।