Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mouma Das: পদ্মশ্রীতে সম্মানিত বাংলার মৌমা

পদ্মশ্রী (Padma Shri Award) সম্মানে ভূষিত হলেন ভারতীয় টেবিল টেনিস (table tennis) খেলোয়াড় মৌমা দাস (Mouma Das)। দু-দশক ধরে টেবিল টেনিসে ভারতের হয়ে খেলছেন বাংলার মেয়ে মৌমা।

Mouma Das: পদ্মশ্রীতে সম্মানিত বাংলার মৌমা
Mouma Das: পদ্মশ্রীতে সম্মানিত বাংলার মৌমা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 8:44 AM

কলকাতাঃ পদ্মশ্রী (Padma Shri Award) সম্মানে ভূষিত হলেন ভারতীয় টেবিল টেনিস (table tennis) খেলোয়াড় মৌমা দাস (Mouma Das)। দু-দশক ধরে টেবিল টেনিসে ভারতের হয়ে খেলছেন বাংলার মেয়ে মৌমা।

তাঁর এই সম্মানে গর্বিত বাংলা তথা ভারতের ক্রীড়া জগৎ। দু-দশকের কেরিয়ারে কমনওয়েলথ গেমস (Commonwealth Games), এশিয়ান গেমস (Asian Games) সহ একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মৌমা। কেরিয়ারে পঁচাত্তরের বেশি দেশের বিরুদ্ধে খেলেছেন চারশোর বেশি ম্যাচ। ২০০০ সালে রাশিয়ায় জীবনের প্রথম আন্তর্জাতিক পদক পান ভারতের এই টেবিল টেনিস তারকা। ২০১৫য় কমনওয়েলথে রূপো পাওয়ার সঙ্গে কমনওয়েলথে ভারতের হয়ে সর্বোচ্চ পদকজয়ী খেলোয়াড় মৌমা দাস। সুযোগ পান ২০১৬ রিও অলিম্পিকে।যদিও ২০০৪-এ মৌমা প্রথম অলিম্পিকে অংশ নেন।

২০১৬ অলিম্পিকে বেশিদূর এগোতে না পারলেও ২০১৭ বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্টে মৌমা ভারতের আর এক টেবিল টেনিস তারকা মনিকা বাত্রার সঙ্গে জুটি বেধে কোয়ার্টার ফাইনালে পৌঁছন কলকাতার মেয়ে মৌমা।

২০১৩য় ভারতীয় ক্রীড়া জগতে তাঁর অসাধারণ অবদানের জন্য ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার অর্জুন পুরস্কারে ভূষিত হন ভারতের এই টেবিল টেনিস তারকা। তারপরেও থেমে থাকেনি টেবিল টেনিসে মৌমার বিজয়রথ। মনিকা বাত্রার সঙ্গে ফের জুটি বেধে ২০১৮ কমনওয়েলথে রূপো জয় মৌমার।

২০২১-এ মৌমা পেলেন পদ্মশ্রী। খুশি বাংলা তথা ভারতের ক্রীড়া জগত। ক্রীড়াবিদদের মতে টেবিল টেনিসে মৌমার অবদান ভারতীয় টেবিল টেনিস জগতের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।