Olympics 2024: চক্রান্ত? অলিম্পিকে নেই রূপান্তরকামী অ্যাথলিটরা, বাড়ছে বিতর্ক

ফরাসি স্প্রিন্টার হালবা দিওফের মতো অ্যাথলিটরা এই সিদ্ধান্তে বেশ হতাশ। তাঁদের দাবি, ট্রান্সজেন্ডারদের সঙ্গে অন্যায় হয়েছে।

Olympics 2024: চক্রান্ত? অলিম্পিকে নেই রূপান্তরকামী অ্যাথলিটরা, বাড়ছে বিতর্ক
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 7:30 AM

প্যারিস: ট্রান্সজেন্ডাররা অলিম্পিকে অংশ নিতে পারবেন না। বিশ্ব অ্যাথলেটিকসের এই সিদ্ধান্তে বিপাকে বিশ্বের বেশ কয়েকজন অ্যাথলিট। ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। সেখানে অংশ নিতে পারবেন না রূপান্তরকামীরা। আর তাতেই দেখা দিয়েছে সমস্যা। ফরাসি স্প্রিন্টার হালবা দিওফের মতো অ্যাথলিটরা এই সিদ্ধান্তে বেশ হতাশ। তাঁদের দাবি, ট্রান্সজেন্ডারদের সঙ্গে অন্যায় হয়েছে। তাঁরা দুর্নীতির শিকার হয়েছেন। প্যারিস অলিম্পিকের জন্য দীর্ঘদিন ধরেই অনুশীলন চালাচ্ছিলেন অ্যাথলিটরা। একটা অলিম্পিকে পদকের জন্য সাধারণত চার বছর ধরে কঠোর অনুশীলন করেন বিশ্বের সমস্ত অ্যাথলিটরা। তেমনই ট্রান্সজেন্ডার অ্য়াথলিটরাও প্যারিস অলিম্পিকের জন্য নিজের প্রস্তুত করে তুলছিলেন। মার্চ মাসেই বিশ্ব অ্যাথলেটিকসের গভর্নিং বডি সিদ্ধান্ত নেয় ট্রান্সজেন্ডাররা এ বার থেকে অলিম্পিকে অংশ নিতে পারবেন না। বিস্তারিত TV9 Bangla Sportsএ।

অ্যাথলেটিক্স ফেডারেশনের এই সিদ্ধান্তের পরই রয়টার্সে এক সাক্ষাৎকারে হালবা দিওফ বলেছেন, ‘মহিলা ট্রান্সজেন্ডারদের সর্বদাই অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হত। জানি না হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল অ্যাথলেটিক্স ফেডারেশন। মহিলা ট্রান্সজেন্ডারদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকলে তাদেরই অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হত। এ বার থেকে সেটাও হবে না। মহিলা ট্রান্সজেন্ডারদের বেঁচে থাকার অন্যতম রাস্তা ছিল এই অলিম্পিক। সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হল। আমরা চক্রান্তের শিকার হয়েছি। চক্রান্ত করে আমাদের অলিম্পিকের মতো আসর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

দিওফের জন্ম সেনেগালে হলেও মাত্র ৪ বছর বয়সেই ফ্রান্সে চলে যান। বড় হওয়ার পরই হরমোন থেরাপির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন। ২০২১ সালে ফরাসি সংস্থা তাঁকে স্বীকৃতি দেয়। বিশ্ব অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো এই বিতর্ক নিয়ে খোলাখুলি মতামত দিতে গিয়ে বলেছেন, ‘এ ধরণের সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। সবার অধিকার মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলা অ্যাথলিটদের প্রতিও আমাদের সুবিচার করা উচিত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতদিন পর্যন্ত মহিলা ট্রান্সজেন্ডারদের ১০০ মিটার আর ২০০ মিটার দৌড়ে ছাড় দেওয়া হত। এমনকি ৪০০ মিটার দৌড়েও তাঁরা অংশ নিতে পারতেন। সেক্ষেত্রে টেস্টোস্টেরন প্লাজমা লিটার প্রতি পাঁচ ন্যানোমোলসের কম থাকতে হত।