১৩ মাস পরে কোর্টে ফিরে জয় ফেডেরারের
টেনিস (Tennis) থেকে এত দিন দূরে থাকার ছাপ প্রথম থেকেই দেখা গিয়েছিল ফেডেরারের (Roger Federer) খেলাতে।
দোহা: কোর্টের বাইরে ছিলেন টানা ৪০৫ দিন। কিন্তু তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। কাতার ওপেনে (Qatar Open) কামব্যাক ম্যাচেই ড্যান ইভান্সকে হারালেন রজার ফেডেরার (Roger Federer)। ২ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে, ম্যাচের ফল ৭-৬, (১০-৮), ৩-৬, ৭-৫। হাঁটুর চোটের কারণে ১৩ মাস খেলতে পারেননি ফেডেক্স। দোহাতে (Doha) কামব্যাক ম্যাচেই বাজিমাত করলেন তিনি।
Roger Federer’s return game is ?.
He’s back. pic.twitter.com/oGP3aN6Ymb
— US Open Tennis (@usopen) March 10, 2021
টেনিস থেকে এত দিন দূরে থাকার ছাপ প্রথম থেকেই দেখা গিয়েছিল ফেডেরারের খেলাতে। প্রথম সেটে দুই প্লেয়ারই হাড্ডাহাড্ডি লড়াই চালান। ম্যাচ ট্রাইব্রেকারে গড়ায়। তৃতীয় সেটে ফেডেরারকে দেখে কিছুটা ক্লান্ত মনে হলেও শেষ হাসি ফুটল তাঁর মুখেই।
Delight in Doha ?
?: @TennisTV | @rogerfederer | @QatarTennis pic.twitter.com/8R3S2pXFx0
— ATP Tour (@atptour) March 10, 2021
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুল
১৩ মাস পর কোর্টে ফিরে জয় দিয়ে শুরু করলেন টেনিসের বিগ থ্রি-র ফেডেরার। ম্যাচের শেষে তিনি বলেছেন, “এত দিন পর কোর্টে ফিরে খুব ভালো লাগছে। ম্যাচের ফলাফলে আমি খুশি, জয় পেয়ে ভালো লাগছে। এটা একটা দারুণ ম্যাচ ছিল।” যদিও ফেডেরার মেনে নিচ্ছেন, তিনি ম্যাচ চলাকালীন ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বলেছেন,”আমি যে ক্লান্ত হয়ে পড়ছিলাম, ভালোই বুঝতে পারছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম, যে আমি পারব। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে।”