রোনাল্ডোর পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মেসির

চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে বুধবার পিএসজির (PSG) ঘরের মাঠে ড্রয়ের পর, লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা (Barcelona)। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৪-১ হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে ম্যাচের ফল ১-১। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে বার্সাকে ছাপিয়ে শেষ আটে পৌঁছে গেল পিএসজি। রোনাল্ডোর (Ronaldo) জুভেন্তাসের (Juventus) পর, মেসির (Messi) বার্সালোনা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ২০০৬-০৭ মরসুমের পর বার্সা এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারল না।

| Updated on: Mar 11, 2021 | 12:56 PM
ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। (সৌজন্যে-পিএসজি টুইটার)

ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। (সৌজন্যে-পিএসজি টুইটার)

1 / 5
৩৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

৩৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

2 / 5
প্রথমার্ধের শেষের দিকে মেসির পেনাল্টির সুযোগ হাতছাড়া হয়। দুরন্ত সেভ করেন পিএসজি গোলরক্ষক। (সৌজন্যে-উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ টুইটার)

প্রথমার্ধের শেষের দিকে মেসির পেনাল্টির সুযোগ হাতছাড়া হয়। দুরন্ত সেভ করেন পিএসজি গোলরক্ষক। (সৌজন্যে-উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ টুইটার)

3 / 5
বার্সার ওসমানে দেম্বেলে প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেন।    (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

বার্সার ওসমানে দেম্বেলে প্রথমার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেন। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

4 / 5
২০০৫ সালের পর এই প্রথম ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিরা। (সৌজন্যে-উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ টুইটার)

২০০৫ সালের পর এই প্রথম ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিরা। (সৌজন্যে-উয়েফা চ্য়াম্পিয়ন্স লিগ টুইটার)

5 / 5
Follow Us: