বাগানের আই লিগ জয়ের বর্ষপূর্তি

ঠিক এক বছর আগে আজকের দিনে কলকাতা শহরের রঙ হয়েছিল সবুজ-মেরুন। শত শত মোহনবাগান (Mohun Bagan) প্রেমীদের কাছে আজকের দিনটা চিরস্মরণীয়। গত বছর কল্যাণী স্টেডিয়ামে ১০মার্চ আই লিগ (I League) চ্যাম্পিয়ন (Champion) হয়েছিল মোহনবাগান। করোনার কারণে লিগের সব ম্যাচ হয়নি। তাই লিগ শীর্ষে থাকা মোহনবাগানের ঝুলিতে আসে আই লিগের ট্রফি।

| Updated on: Mar 10, 2021 | 8:35 PM
মোহনবাগানের আইলিগ জয়ের বর্ষপূর্তিতে নস্টালজিক কিবু সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন,"খারাপ সময় এলে ভালো সময়ের কথা মনে করতে হয়। এটা একটা জাদুর মত। বিশেষ মুহূর্ত। অসাধারণ টিম, কোচিং স্টাফ ও ক্লাবের সদস্যদের ধন্যবাদ, যাদের ছাড়া এই সফলতা সম্ভব ছিল না।"

মোহনবাগানের আইলিগ জয়ের বর্ষপূর্তিতে নস্টালজিক কিবু সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন,"খারাপ সময় এলে ভালো সময়ের কথা মনে করতে হয়। এটা একটা জাদুর মত। বিশেষ মুহূর্ত। অসাধারণ টিম, কোচিং স্টাফ ও ক্লাবের সদস্যদের ধন্যবাদ, যাদের ছাড়া এই সফলতা সম্ভব ছিল না।"

1 / 5
ফ্রান গঞ্জালেস ইন্সটাগ্রামে বাগান সমর্থকদের উদ্দেশে লেখেন,"এক বছর আগে আজকের দিনে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। ওই ট্রফি তোমাদের জন্যই।"

ফ্রান গঞ্জালেস ইন্সটাগ্রামে বাগান সমর্থকদের উদ্দেশে লেখেন,"এক বছর আগে আজকের দিনে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। ওই ট্রফি তোমাদের জন্যই।"

2 / 5
কল্যাণী স্টেডিয়ামে বাবা দিওয়ারার গোলে জয় পেয়েছিল মোহনবাগান।

কল্যাণী স্টেডিয়ামে বাবা দিওয়ারার গোলে জয় পেয়েছিল মোহনবাগান।

3 / 5
মোহনবাগানের আইলিগ জয়ের বর্ষপূর্তিতে নস্টালজিক বাগানের ফুটবলাররা।

মোহনবাগানের আইলিগ জয়ের বর্ষপূর্তিতে নস্টালজিক বাগানের ফুটবলাররা।

4 / 5
আই লিগ জয়ের উচ্ছাসে মাতোয়ারা সবুজ-মেরুন ফুটবলার ও সমর্থকরা।

আই লিগ জয়ের উচ্ছাসে মাতোয়ারা সবুজ-মেরুন ফুটবলার ও সমর্থকরা।

5 / 5
Follow Us: