Rohan Bopanna: বয়সকে তুড়ি মেরে বিশ্বসেরার সিংহাসনে! থামানো যাচ্ছে না বোপান্নাকে
Australian Open: টেনিস কোর্টে নামলেই ৪৩ এর জায়গায় রোহন বোপান্নার বয়স যেন হয়ে যায় ২৩। তাঁর দুরন্ত ফর্ম দেখলে যে কেউ এ কথা বলতে বাধ্য। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে বোপান্না-এবডেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে ৭-৬, ৬-৪ ব্যবধান হারিয়েছেন। এ বার সেমিফাইনালে ইন্দো-অজি জুটি বোপান্না ও এবডেন নামবে অবাছাই টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে।

কলকাতা: বয়সকে তুড়ি মেরে এগিয়ে চলা তিনি অভ্যেসে পরিণত করে ফেলেছেন। এ বার ৪৩ বছর বয়সে রোহন বোপান্না (Rohan Bopanna) গড়লেন এক নজির। সবচেয়ে বেশি বয়সি টেনিস তারকা হিসেবে বিশ্বের এক নম্বর হলেন ভারতের রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠতেই এই রেকর্ড গড়েছেন বোপান্না। অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথিউ এবডেনের সঙ্গে বছরের প্রথম গ্র্যান্ড স্লামে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জুটিকে হারিয়েছেন রোহন বোপান্না।
টেনিস কোর্টে নামলেই ৪৩ এর জায়গায় রোহন বোপান্নার বয়স যেন হয়ে যায় ২৩। তাঁর দুরন্ত ফর্ম দেখলে যে কেউ এ কথা বলতে বাধ্য। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে বোপান্না-এবডেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে ৭-৬, ৬-৪ ব্যবধান হারিয়েছেন। এ বার সেমিফাইনালে ইন্দো-অজি জুটি বোপান্না ও এবডেন নামবে অবাছাই টমাস মাচাচ ও ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে। টুর্নামেন্ট শেষ হলেই পুরুষদের ডাবলসে বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার হিসেবে ঘোষণা করা হবে রোহন বোপান্নার নাম।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান টেনিস প্লেয়ার রাজীব রামের নজির ভেঙে দিয়েছেন রোহন বোপান্না। ২০২২ সালের অক্টোবরে ৩৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস প্লেয়ার হয়েছিলেন রাজীব রাম। প্রসঙ্গত, রোহন বোপান্নার ডাবলসের সঙ্গী ম্যাথিউ এবডেন বিশ্বের দু’নম্বর টেনিস প্লেয়ার হতে চলেছেন।
Age is just a number & no one proves it better than Bopsy😍🥳
Update: #Tennis #AustraliaOpen🎾
At 4⃣3⃣, our seasoned #TOPSchemeAthlete @rohanbopanna is rewriting the history books and smashing stereotypes on the court. The legend teamed up with his long time Aussie 🇦🇺 partner… pic.twitter.com/bXsXDLNUC1
— SAI Media (@Media_SAI) January 24, 2024
২০১৩ সালে বিশ্বের তিন নম্বর ডাবলস টেনিস প্লেয়ার হয়েছিলেন রোহন বোপান্না। এখনও অবধি তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল সেটাই। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি এবং সানিয়া মির্জার পর চতুর্থ ভারতীয় টেনিস প্লেয়ার হিসেবে ডাবলসে এক নম্বর হলেন রোহন বোপান্না। আমেরিকার টেনিস তারকা অস্টিন ক্রাজিচেকের থেকে সিংহাসন কেড়ে নিলেন বোপান্না।
বিশ্বের এক নম্বর ডাবলস তারকা হওয়ার জন্য রোহন বোপান্নাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া সাইট X এ বার্তা দিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।
So proud Ro 💙 no one deserves it more 1️⃣⬆️ @rohanbopanna
— Sania Mirza (@MirzaSania) January 24, 2024





