‘মিশন অক্সিজেন’-এ ১ কোটি টাকা অনুদান সচিনের

করোনা (COVID-19) পরিস্থিতিতে এ বার আরও মানবিক হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

'মিশন অক্সিজেন'-এ ১ কোটি টাকা অনুদান সচিনের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 02, 2021 | 2:19 PM

মুম্বই: করোনা (Corona) মোকাবিলায় এ বার এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ‘মিশন অক্সিজেন’- (Mission Oxygen)এ ১ কোটি টাকা অনুদান করলেন মাস্টার ব্লাস্টার। করোনায় সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিণ্ডার জোগানে উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। সেখানে ১ কোটি টাকা দিলেন সচিন তেন্ডুলকর।

দেশজুড়ে করোনার তাণ্ডব ক্রমশ বাড়ছে। আক্রান্তের সংখ্যাও দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে অনেকের। সংকটের সময় এগিয়ে এলেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ আমাদের স্বাস্থ্য পরিষেবাকে ক্রমশ চাপে ফেলে দিচ্ছে। করোনায় অনেকের অবস্থাই শোচনীয়। একটা বৃহৎ সংখ্যার কোভিড রোগীদের অক্সিজেনের প্রয়োজন। তাদের চিকিৎসার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

আরও পড়ুন: ভারতীয় হকি দলের খেলোয়াড়দের টিকাকরণ

কয়েকদিন আগেই করোনায় সংক্রমিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হন তিনি। সুস্থ হয়ে ফেরার পর প্লাজমা দান করার বার্তা দেন মাস্টার ব্লাস্টার। করোনা পরিস্থিতিতে এ বার আরও মানবিক হলেন সচিন তেন্ডুলকর।