Sania Mirza: শোয়েবকে তৃতীয় বিয়ের শুভেচ্ছা সানিয়ার, তাঁদের ডিভোর্স নিয়ে টেনিস তারকার বাবা বললেন…
Sania Mirza-Shoaib Malik: দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, সানিয়া আর শোয়েব সম্পর্কে ইতি টানতে চলেছেন। বার বার তাঁদের ডিভোর্সের খবর চাউর হয়েছিল। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়ে হতেই, সানিয়ার সঙ্গে পাক ক্রিকেটারের ডিভোর্স নিয়ে আবার আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে সানিয়ার বাবা ইমরান মির্জা তাঁর ইন্সটাগ্রামে এক বিবৃতি দিয়ে সবটা পরিষ্কার করেছেন।

কলকাতা: বিচ্ছেদ মানেই তেঁতো সম্পর্ক? সকলের তেমনটা হয় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) জানিয়েছেন, তাঁর সঙ্গে সানা জাভেদের বিয়ের খবর। তৃতীয় বার বিয়ে করেছেন পাক তারকা ক্রিকেটার। আর শোয়েবকে তাঁর নতুন জীবনের পথচলার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা (Sania Mirza)। শোয়েবের তৃতীয় বার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আলোচনা চলছিল যে, আদৌ সানিয়ার সঙ্গে শোয়েবের কি ডিভোর্স হয়েছে। এ বার শোয়েবের সঙ্গে মেয়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন সানিয়ার বাবা। সমস্ত জল্পনায় জল ঢেলে তিনি জানালেন সত্যিটা।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, সানিয়া আর শোয়েব সম্পর্কে ইতি টানতে চলেছেন। বার বার তাঁদের ডিভোর্সের খবর চাউর হয়েছিল। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়ে হতেই, সানিয়ার সঙ্গে পাক ক্রিকেটারের ডিভোর্স নিয়ে আবার আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে সানিয়ার বাবা ইমরান মির্জা তাঁর ইন্সটাগ্রামে এক বিবৃতি দিয়ে সবটা পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ‘সানিয়া ওর ব্যক্তিগত জীবনকে সব সময় সকলের আড়ালে রেখেছে। কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এটা জানাতে বাধ্য হচ্ছি শোয়েবের সঙ্গে বেশ কয়েক মাস আগেই ওর বিচ্ছেদ হয়ে গিয়েছে। ও শোয়েবকে ওর নতুন জীবনের পথচলা শুরু করার জন্য শুভেচ্ছাও জানিয়েছে। সানিয়ার জীবনের খুব সংবেদনশীল একটা সময় চলছে, আমরা সকল অনুরাগী ও শুভাকাঙ্খীদের অনুরোধ করব কোনওরকম জল্পনায় কান দেবেন না। এবং ওর গোপনীয়তাকে সম্মান জানান।’
View this post on Instagram
শনিবার (২০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় শোয়েব মালিক এবং সানা জাভেদ তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, ১৯ জানুয়ারি তাঁদের নিকাহ হয়েছে। এবং সেই অনুষ্ঠানে দুই পরিবারের কাছের আত্মীয় ও শোয়েব এবং সানার নিকট বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।
View this post on Instagram





