দ্বিতীয় বাছাইদের উড়িয়ে সুইস ওপেন শুরু পোনাপ্পাদের

করোনার পর কোর্টে ফিরেই নিজেদের মেলে ধরেছেন এই দু’জন।

দ্বিতীয় বাছাইদের উড়িয়ে সুইস ওপেন শুরু পোনাপ্পাদের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Mar 03, 2021 | 2:01 PM

বাসেল‌: সাইনা নেহওয়াল, পিভি সিন্ধুরা এক দিকে যদি হতাশ করেন, অন্য দিকে তা হলে আশার আলো দেখাচ্ছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-অশ্বিনী পোনাপ্পা। সুইস ওপেনের (Swiss Open) প্রথম ম্যাচেই ভারতের মিক্সড ডাবলস জুটি উড়িয়ে দিলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে।

করোনার পর কোর্টে ফিরেই নিজেদের মেলে ধরেছেন এই দু’জন। সুইস ওপেনও চেনা ছন্দেই শুরু করলেন দু’জন। ইন্দোনেশিয়ার জুটি হাফিজ ফয়জল-গ্লোরিয়া এমানুয়েলকে কার্যত দাঁড়াতেই দেননি। বিশ্বের আট নম্বর জুটি সাত্বিক-অশ্বিনী ২১-১৮, ২১-১০ জিতেছেন। প্রথম গেমে ইন্দোনেশিয়ার জুটি তীব্র লড়াই করলেও পরের গেমে আর দাঁড়াতেই পারেননি। ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে এটা দ্বিতীয় স্ট্রেট গেমে জয় অশ্বিনীদের।

আরও পড়ুন: করোনার প্রতিষেধক নিয়ে পেলের বার্তা, ‘অতিমারি এখনও শেষ হয়নি’

দ্বিতীয় রাউন্ডে ভারতীয় জুটি খেলবেন ইন্দোনেশিয়ারই রিনোভ রিভাল্ডি-পিথা হানিংটাসের বিরুদ্ধে। এর আগে এই জুটির বিরুদ্ধে কখনও খেলেননি সাত্বিকরা। তবে যে ছন্দে আছেন, দ্বিতীয় ম্যাচও তাঁদের কাছে খুব একটা চাপের হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: টানা ২৮ ম্যাচে অপরাজিত ম্যাঞ্চেস্টার সিটি

ভারতের অন্য মিক্সড ডাবলস জুটি প্রণীব জেরি চোপড়া ও এন সিক্কি রেড্ডি অবশ্য প্রথম ম্যাচেই হেরে গেলেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ইংল্যান্ডের মার্কাস এলিস-লরেন স্মিথের কাছে, ১৮-২১, ১৫-২১ এ।