TOKYO PARALYMPICS 2020: টোকিওয় ২ আফগান প্যারা-অ্যাথলিট

টোকিওর গেমসে ভিলেজে (Games Village) পৌঁছানোর পরই দুই অ্যাথলিট গেমস কমিটির কাছে অনুরোধ রাখেন, যাতে তাঁদের কোনও ইন্টারভিউ না নেওয়া হয়। আপাতত প্রতিযোগিতাতেই ফোকাস রাখছেন এই দুই প্যারা অ্যাথলিট।

TOKYO PARALYMPICS 2020: টোকিওয় ২ আফগান প্যারা-অ্যাথলিট
TOKYO PARALYMPICS 2020: টোকিওয় ২ আফগান প্যারা-অ্যাথলিট (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 7:27 AM

টোকিও: তালিবানি শাসনের জেরে প্যারালিম্পিকে (Paralympics) খেলার স্বপ্নই ভেস্তে যেতে বসেছিল। গোটা আফগানিস্তান (Afghanistan) এখন তালিবানদের দখলে। ভয়ে দেশ ছাড়ছেন আফগানরা। তালিবানের চোখ রাঙানি ক্রমশ বেড়েই চলেছে। আফগানিস্তানের দুই প্যারা অ্যাথলিট জাকিয়া খুদাদাদি (Zakia Khudadadi) এবং হোসেন রাসৌলি (Hossain Rasouli) কাবুল (Kabul) ছেড়ে পালিয়ে গিয়েছিলেন প্যারিসে (Paris)। অবশেষে তাঁরা পৌঁছলেন টোকিওয় (Tokyo)।

টোকিওর গেমসে ভিলেজে (Games Village) পৌঁছানোর পরই দুই অ্যাথলিট গেমস কমিটির কাছে অনুরোধ রাখেন, যাতে তাঁদের কোনও ইন্টারভিউ না নেওয়া হয়। আপাতত প্রতিযোগিতাতেই ফোকাস রাখছেন এই দুই প্যারা অ্যাথলিট। টোকিও (Tokyo) পৌঁছানোর পর কোভিড পরীক্ষা করা হয় দুই আফগান অ্যাথলিটের। কোভিডের প্রাথমিক পরীক্ষায় দুজনেই পাশ করেন। গত ২৪ আগস্ট প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তানের কোনও অ্যাথলিট উপস্থিত না থাকলেও সে দেশের পতাকা বহন করে উদ্যোক্তারা। আফগানিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দেয় প্যারালিম্পিক আয়োজক কমিটি (International Paralympic Committee)।

২০০৪ এথেন্স প্যারালিম্পিকের পর আবারও কোনও আফগান মহিলা প্যারা অ্যাথলিট অংশ নিচ্ছেন প্যারালিম্পিকে। আফগান মহিলা প্যারা-অ্যাথলিট জাকিয়া খুদাদাদি ৪৯ কেজি তাইকোন্ডোয় (Taekwondo) অংশ নেবেন। ৪০০ মিটার দৌড়ে অংশ নেবেন রাসৌলি। গত শুক্রবার ১০০ মিটারে তাঁর দৌড়ানোর কথা ছিল। কিন্তু দেরিতে আসায় শুক্রবার ৪০০ মিটারে দৌড়াবেন হোসেন রাসৌলি। তার আগে মঙ্গলবার লং জাম্পে (Long Jump) T-47 বিভাগে অংশ নেবেন এই আফগান প্যারা-অ্যাথলিট। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও বিশ্বকে বার্তা দিতে মরিয়া রাসৌলি।

৫ সেপ্টেম্বর প্যারালিম্পিক শেষ। তারপর কোথায় যাবেন এই দুই প্যারা অ্যাথলিট? উত্তর জানা নেই। খুদাদাদি আর রাসৌলি এ বিষয়ে মুখও খুলতে চাইছেন না। প্যারালিম্পিক কমিটিও এই বিষয়টি তাঁদের উপরেই ছেড়েছেন। তালিবানি শাসনের জেরে খুদাদাদি-রাসৌলিরা ঘরছাড়া, দেশছাড়া। তবু সেই দেশের সম্মান রক্ষার্থেই বিশ্ব মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান।

আরও আরও: Tokyo Paralympics 2020: নিরাপদ জায়গায় সুরক্ষিতই আছেন ২ আফগান প্যারা-অ্যাথলিট