TOKYO OLYMPICS 2020 : এক অলিম্পিকে ৪ সোনা! পঞ্চমে নজর ড্রেসেলের
এদিন ড্রেসেলের গতি দেখে অনেকেই মনে করেছিলেন ২০০৯ সালে সিজার সিলোর ২০ দশমিক নয় এক সেকেন্ডের রেকর্ড বোধ হয় এবার ভেঙে ফেলবেন ড্রেসেল। শেষপর্যন্ত সেই বিশ্বরেকর্ড অক্ষত থেকে যায়।
টোকিওঃ ইয়ান থর্প, মাইকেল ফেল্পসের পর এবার অলিম্পিকে সাঁতারে নজর কাড়ছেন ২৪ বছরের মার্কিন সাঁতারু। নাম সিলেব ড্রেসেল। ইতিমধ্যে ৪টি সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন। এবার পঞ্চম সোনার দিকে নজর ড্রেসেলের। যার ইভেন্ট রয়েছে আজকে।মাইকেল ফেল্পসের পরবর্তীতে সাুইমিং পুলে নজর কাড়ছেন এই ২৪ বছরের মার্কিন সাঁতারু।
এদিন ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন ড্রেসেল। শুধু তাই নয় অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জিতে নেন ড্রেসেল। ২১ দশমিক শূন্য সাত সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন সিলেব ড্রেসেল। গত কয়েকবছর ধরেই বিশ্ব সাঁতারে নজর কাড়ছেন এই মার্কিন সাঁতারু। যা চলছে টোকিও অলিম্পিকেও। এই প্রতিযোগিতায় রুপো পেয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ত মানাওদৌ। যিনি লন্ডন অলিম্পিকে জিতেছিলেন সোনা। আর রিও অলিম্পিকে পেয়েছিলেন রুপো। তৃতীয় হয়েছেন ব্রাজিলের ব্রুনো ফ্রাটাস।
Dressel makes it four!
A fourth gold at #Tokyo2020 for #USA's Caeleb Dressel as he wins the men's 50m freestyle with an Olympic Record time of 21.07.@fina1908 #Swimming @TeamUSA pic.twitter.com/mjnlsBZiQu
— Olympics (@Olympics) August 1, 2021
এদিন ড্রেসেলের গতি দেখে অনেকেই মনে করেছিলেন ২০০৯ সালে সিজার সিলোর ২০ দশমিক নয় এক সেকেন্ডের রেকর্ড বোধ হয় এবার ভেঙে ফেলবেন ড্রেসেল। শেষপর্যন্ত সেই বিশ্বরেকর্ড অক্ষত থেকে যায়।
এর আগে অলিম্পিকে যে তিনটি ইভেন্টেে সোনা জিতেছেন ড্রেসেল, সেগুলি হল-১০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল ও পুরুষদের ৪০০ মিটার রিলেতে। আজ রয়েছে ৪০০ মিটার রিলেতে মিক্সড দলের ফাইনাল। সেখানে পঞ্চম সোনা ড্রেসেল পান কিনা, তার দিকে তাকিয়ে সাঁতারমহল।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০