Olympics 2020 Highlights, DAY 9: ব্রোঞ্জ জয় সিন্ধুর, হকিতে সেমিফাইনালে ভারত

| Edited By: | Updated on: Aug 01, 2021 | 9:15 PM

Tokyo Olympics Live Updates: হকিতে এবার ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম

Olympics 2020 Highlights, DAY 9: ব্রোঞ্জ জয় সিন্ধুর, হকিতে সেমিফাইনালে ভারত
ব্রোঞ্জ জয় সিন্ধুর, হকিতে সেমিফাইনালে ভারত

রবিবাসরীয় সকালে সতীশ কুমার। আর বিকেলে পিভি সিন্ধু। আর একটা ম্যাচ জিতলেই সতীশ কুমার ভারতের জন্য নিশ্চিত করবেন আরও একটা পদক। অন্যদিকে সিন্ধু সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে সিন্ধুর সামনে। অন্যদিকে হকিতে ভারত পদকের দিকে আরও এক ধাপ এগোয় কিনা। তার দিকে নজর থাকবে। সব মিলিয়ে রবিবার ২টি পদকের সম্ভাবণা ভারতের জন্য উজ্জ্বল।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Aug 2021 07:04 PM (IST)

    ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ভারত

    ব্রিটেনকে হারিয়ে ৩-১ গোলে জিতে পুরুষদের হকিতে সেমিফাইনালে ভারত। ভারতের হয়ে গোলদাতা দিলপ্রীত, গুরজন্ত ও হার্দিক। পদক থেকে আর এক ধাপ দূরে

  • 01 Aug 2021 05:58 PM (IST)

    ভারতের তৃতীয় পদক, ব্রোঞ্জ সিন্ধুর

    চিনের প্রতিপক্ষকে ২১-১৩, ২১-১৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন সিন্ধু

  • 01 Aug 2021 05:53 PM (IST)

    ২ গোলে এগিয়ে ভারত

    গুরজন্ত সিংয়ের গোলে ২-০ ফলে এগিয়ে ভারত

  • 01 Aug 2021 05:45 PM (IST)

    হকি কোয়ার্টার ফাইনালে এগিয়ে ভারত

    পুরুষদের হকিতে দিলপ্রীত সিংয়ের গোলে ১-০ গোলে ব্রিটেনের বিরুদ্ধে এগিয়ে গেল ভারত

  • 01 Aug 2021 05:44 PM (IST)

    প্রথম গেমে জয়, দ্বিতীয় গেমেও এগিয়ে

    ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে প্রথম গেম জিতলেন সিন্ধু। ২১-১৩ ফলে জিতলেন সিন্ধু। দ্বিতীয় গেমেও এগিয়ে।

  • 01 Aug 2021 10:09 AM (IST)

    কুর্নিশ সতীশ

    প্রিকোয়ার্টার ফাইনালে গুরুতর জখম হয়েছিলেন সতীশ কুমার। চোখের পাশে ও থুতনিতে মোট ৭টি সেলাই পড়েছিল। সেই নিয়ে যে লড়াই, তাকে কুর্নিশ

  • 01 Aug 2021 09:54 AM (IST)

    আরও এক পদক হাতছাড়া ভারতের

    উজবেকিস্তানের জালোলভের কাছে ৫-০ ফলে হেরে সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হার সতীশ কুমারের।

  • 01 Aug 2021 08:49 AM (IST)

    বিদায় চ্যাম্পিয়ন

    জার্মানির কাছে ৩-১ গোলে হেরে পুরুষদের হকিতে বিদায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

  • 01 Aug 2021 08:48 AM (IST)

    এক অলিম্পিকের ৪টি সোনা!

    মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু সিলেব ড্রেসেল জিতলেন ৪টি সোনা

  • 01 Aug 2021 08:46 AM (IST)

    বাইলস আপডেট

    আরও দুটি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন সিমোনে বাইলস। ব্যালেন্স বিম ও ফ্লোর এক্সেসাইজ ইভেন্ট থেকে নাম তুললেন বাইলস

  • 01 Aug 2021 08:45 AM (IST)

    সুখবর -জল্পনার অবসান, আজ নামবেন সতীশ

    প্রি কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন। ৭টা সেলাই হয়েছে। চিকিৎসক তাঁকে সবুজ সংকেত দিয়েছে নামার।

Published On - Aug 01,2021 6:21 AM

Follow Us: