Emma McKeon: টোকিও অলিম্পিকে ৭টা পদক জিতে ইতিহাস সাঁতারু এমার
Tokyo Olympics 2020: এমার সাফল্য শুরু হয়েছিল রিও অলিম্পিক থেকে। সে বার তিনি জিতেছিলেন একটা সোনা সহ চারটে পদক জিতেছিলেন। টোকিও সব কিছু ছাপিয়ে গেলেন। এতটাই যে নতুন ইতিহাস তৈরি করে ফেললেন।
টোকিও: এমা ম্যাকিওন (Emma McKeon)— অলিম্পিকের ইতিহাসে চিরকালীন খোদাই থাকবে অস্ট্রেলিয়ার ২৭ বছরের এই মেয়ের নাম। প্রথম কোনও মেয়ে সাঁতারু হিসেবে সাতটা পদক জিতলেন। যার মধ্যে চারটে সোনা, তিনটে ব্রোঞ্জ। মাইকেল ফেলপস, ম্যাট বিওন্ডি একমাত্র আলোচনায় থাকবেন তাঁর সঙ্গে। আর যদি সব মিলিয়ে অলিম্পিকের কথা ভাবা হয়, তা হলে আলোচনা চলতে পারে রাশিয়ান জিমন্যাস্ট মারিয়া গোরোখোভস্কায়ার সঙ্গে। ১৯৫২ সালের অলিম্পিকে তিনিও জিতেছিলেন সাতটা অলিম্পিক পদক।
How it started, how it's going.
More history made at #Tokyo2020 as @emma_mckeon becomes the most successful Australian athlete at the #Olympics
She's now the first Aussie with with 1⃣1⃣ Olympic medals ?
You absolute ripper ? pic.twitter.com/bQbeHgzJhk
— #Tokyo2020 (@Tokyo2020) August 1, 2021
অবিস্মরণীয় পারফরম্যান্সের পর এমা বলেছেন, ‘আমি কখনওই ভাবিনি দুটো সোনার বেশি জিততে পারি। কিন্তু এই সাতটা পদক আমার প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। নিজের জন্য গর্ব হচ্ছে।’ ছেলেবেলা থেকে সাঁতার দেখেই বড় হচ্ছেন এমা। তাই দেখতে দেখতেই পুলে নেমে পড়া। এমার কথায়, ‘আরও বাচ্চাদের মতো সাঁতার দেখতে দেখতেই বড় হয়েছিল। তাই একসময় নিজেকেও সুইমার দেখতে চেয়েছিলাম।’
Australia's most successful Olympian: Emma McKeon.
? Her CV
Rio 2016:?4x100m Freestyle?4x200m Freestyle?4x100m Medley?200m Freestyle
Tokyo 2020:?4x100m Medley?4x100m Freestyle?100m Freestyle?50m Freestyle?4x200m Freestyle?4x100m Butterfly?100m Butterfly pic.twitter.com/uOoYfQTmkN
— #Tokyo2020 (@Tokyo2020) August 1, 2021
১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে শুরু করেছিলেন এমা। তারপর আর তিনটে সোনা এসেছে ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ১০০ মিটার মেডলি রিলে ও ৫০ মিটার ফ্রিস্টাইলে। তিনটে ব্রোঞ্জ এসেছে ১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ১০০ মিটার মিক্সড মেডলি রিলেতে। এমার সাফল্য শুরু হয়েছিল রিও অলিম্পিক থেকে। সে বার তিনি জিতেছিলেন একটা সোনা সহ চারটে পদক জিতেছিলেন। টোকিও সব কিছু ছাপিয়ে গেলেন। এতটাই যে নতুন ইতিহাস তৈরি করে ফেললেন।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০