TOKYO OLYMPICS 2020 : দুরন্ত কামব্যাক করেও রানিদের রানি হওয়া হল না

এরপর শুরু ভারতীয় মহিলাদের স্বপ্নের দৌড়। মাত্র ৪ মিনিটে ভারতীয় মহিলাদের দাপটে ছারখার হয়ে যায়  গ্রেট ব্রিটেনের

TOKYO OLYMPICS 2020 : দুরন্ত কামব্যাক করেও রানিদের রানি হওয়া হল না
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 8:51 AM

টোকিওঃ ইতিহাস গড়া হলনা রানিদের। গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে হারল ভারতীয় মহিলা হকি দল। জোড়া গোল গুরজিত কৌরের। একটি  গোল বন্দনা কাটারিয়ার। মনপ্রীতদের ইতিহাসের ২৪ ঘন্টার মধ্যে এবার ইতিহাস গড়া হলনা রানি রামপালদের।

এদিন প্রথম কোয়ার্টারে গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই রায়ারের গোলে ০-১ গোলে পিছিয়ে পড়ে ভারতীয় মহিলারা। ম্যাচের ২৪ মিনিটে ব্রিটেনের হয়ে ব্যবধান বাড়ান রবার্টসন। এরপর শুরু ভারতীয় মহিলাদের স্বপ্নের দৌড়। মাত্র ৪ মিনিটে ভারতীয় মহিলাদের দাপটে ছারখার হয়ে যায়  গ্রেট ব্রিটেনের ডিফেন্স। পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন গুরজিত কৌর। ১ মিনিটের ব্যবধানে ফের পেনাল্টি কর্নার। ফের গোল ভারতের সেরা ড্র্যাগফ্লিকার গুরজিত কৌরের। সমতায় ফিরল ভারত। এবার শুরু এগিয়ে যাওয়ার লড়াই।

ম্যাচের ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে দুর্ধর্ষ গোল বন্দনা কাটারিয়া। সেই বন্দনা কাটারিয়া, যাঁর বাড়ির সামনে বাজি পোড়ানো হয়েছিল গত ম্যাচে ভারতীয় মহিলারা হেরে যাওয়ায়। কারন জাতের নামে বজ্জাতি। সব অপমানের জবাব এদিন বন্দনা দিলেন নিজের হকি স্টিকে। দ্বিতীয় কোয়ার্টারে ৩-২ গোলে এগিয়ে থাকে ভারত।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পিয়ার্ন ওয়েবের গোলে সমতায় ফেরে ব্রিটেন। এরপর ফের এগিয়ে যাওয়ার লড়াই শুরু ভারতের। তৃতীয় কোয়ার্টারে ব্রিটেন যখন একের পর এক আক্রমণ শানাচ্ছে, তখন ভারতের তিনকাঠির তলায় সবিতার পারফরম্যান্স ছিল এককথায় অনবদ্য। ব্রিটিশদের যাবতীয় আক্রমণ শেষ হয়ে যায় সবিতার দুর্ধর্ষ কিছু সেভের কাছে। গোলপোস্টের তলায় যেন অপ্রতিরোধ্য হয়েছিলেন সবিতা।

চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ব্রিটেনের হয়ে গোল ব্যালসডনের। ব্রিটেন এগিয়ে যায় ৪-৩ গোলে। শেষ হয়ে যায় ভারতের স্বপ্ন।

অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০