Tokyo Paralympics 2020: পদক অধরা, পাওয়ারলিফ্টিংয়ে ৫ নম্বরে শেষ করলেন সাকিনা খাতুন
প্যারালিম্পিকে (Paralympics) পদকের স্বপ্ন অধরাই রইলো ভারতের প্যারা-অ্যাথলিট সাকিনার।
টোকিও: টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) আজ, শুক্রবার মেয়েদের পাওয়ারলিফ্টিংয়ের (Powerlifting) ৫০ কেজি বিভাগে ৫ নম্বরে শেষ করলেন ভারতের পাওয়ারলিফ্টার ( Indian Powerlifter) সাকিনা খাতুন (Sakina Khatun)। তাঁর হাত ধরে টোকিও প্যারালিম্পিক থেকে আজই ভারতের পদক লাভের সম্ভবনা ছিল। কিন্তু তিনি সফল না হওয়ায় এখনও প্রথম পদক এল না ভারতের ঝুলিতে।
প্যারালিম্পিকে (Paralympics) পদকের স্বপ্ন অধরাই রইলো ভারতের প্যারা-অ্যাথলিট সাকিনার। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ব্রোঞ্জ অর্জনকারী সাকিনা টোকিও প্যারালিম্পিকে প্রথম চেষ্টায় ৯০ কেজি ওজন তোলেন। দ্বিতীয় চেষ্টায় ৯৩ কেজি ওজন তুলতে ব্যর্থ হন সাকিনা। কিন্তু তৃতীয় চেষ্টায় ৯৩ কেজি করে ওজন তুলতে পারেন তিনি। যার ফলে পদকের দৌঁড় থেকে ছিটকে গেলেও তিন বারের প্রয়াসের পর ৫ নম্বরে থেকে টোকিও যাত্রা শেষ করলেন সাকিনা।
টোকিও প্যারালিম্পিকে মেয়েদের পাওয়ারলিফ্টিংয়ের ৫০ কেজি বিভাগে ১২০ কেজি ওজন তুলে সোনা জিতেছেন চিনের হু ডানডান। রুপো পেয়েছেন ইজিপ্টের রেহাব আহমেদ এবং ব্রোঞ্জ অর্জন করেছেন গ্রেট ব্রিটেনের ওলিভিয়া ব্রুম।
আরও পড়ুন: TOKYO PARALYMPICS 2020: অসুস্থ হওয়ায় শুক্রবারের ইভেন্টে নেই সাঁতারু সুযশ