Tokyo Olympics 2020: স্বপ্নভঙ্গ হলেও রানিদের বাহবা মোদী-সচিনের
Summer Olympics 2020: যে লড়াই করে তাঁরা টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) চতুর্থ হয়ে শেষ করেছে, তাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) থেকে শুরু করে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তিরা।
আশায় বুক বেঁধেছিল দেশবাসী, ছেলেদের ব্রোঞ্জ জয়ের পর মেয়েরাও ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরবেন। কিন্তু সেই আশা ভেঙে চুরমার করে দিল গ্রেট ব্রিটেন। ৩-৪ ব্যবধানে গ্রেট ব্রিটেনের কাছে ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে হতাশ হতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে (Indian Women’s Hockey team)। কিন্তু দেশবাসী তাঁদের নিয়ে গর্বিত। যে লড়াই করে তাঁরা টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) চতুর্থ হয়ে শেষ করেছে, তাকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) থেকে শুরু করে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তিরা। হারলেও লড়াইয়ের জন্য বাহবা পেয়েছেন রানিরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “অল্পের জন্য আমাদের হকি দলের মহিলাদের পদক হাতছাড়া হয়েছে। কিন্তু এই দলটি নতুন ভারতের চেতনাকে প্রতিফলিত করে। তাঁরা সেরাটা উজাড় করে দিয়েছে। আরও গুরুত্বপূর্ণ টোকিওতে ভারতীয় মহিলা হকি দলের এই সাফল্য ভারতের মেয়েদের হকিতে আসার জন্য আরও বেশি করে অনু্প্রাণিত করবে। এই দলের জন্য গর্ববোধ হচ্ছে।”
We narrowly missed a medal in Women’s Hockey but this team reflects the spirit of New India- where we give our best and scale new frontiers. More importantly, their success at #Tokyo2020 will motivate young daughters of India to take up Hockey and excel in it. Proud of this team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
তিনি আরও লেখেন, “গোটা দেশ চিরকাল টোকিওতে আমাদের মহিলা হকি দলের পারফরম্যান্সকে মনে রাখবে। গোটা টুর্নামেন্ট জুড়েও তাঁরা নিজেদের সেরাটা দিয়েছে। দলের প্রত্যেক সদস্যই অকল্পনীয় সাহস, দক্ষতা এবং হার না মানা মনোভাবে সমৃদ্ধ। ভারতবর্ষ এই দলকে নিয়ে ভীষণ গর্বিত।”
We will always remember the great performance of our Women’s Hockey Team at #Tokyo2020. They gave their best throughout. Each and every member of the team is blessed with remarkable courage, skill and resilience. India is proud of this outstanding team.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর টুইটারে লেখেন, “দারুণ পারফরম্যান্স। তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছো। তোমরা ম্যাচ হেরেছো ঠিকই কিন্তু আমাদের হৃদয় জিতে নিয়েছো। আমরা সকলেই তোমাদের জন্য গর্বিত।”
Well done #TeamIndia on giving your best and fighting till the very end. ?
You may have lost the match but you have won our hearts. We are all very proud of you.#Hockey #Olympics #Tokyo2020 pic.twitter.com/zf2QRM5EBE
— Sachin Tendulkar (@sachin_rt) August 6, 2021
মেয়েদের হারতে দেখে মন ভেঙে পড়েছে পর্দার ‘কবীর খান’-এরও। কিন্তু টুইটারে শাহরুখ লেখেন, ”আশাভঙ্গ! কিন্তু আমাদের সকলের মাথা উচু করার যথেষ্ট কারণ রয়েছে। ভালো খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা। আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সেটা একপ্রকার জয়ই।”
Heartbreak!!! But all reasons to hold our heads high. Well played Indian Women’s Hockey Team. You all inspired everyone in India. That itself is a victory.
— Shah Rukh Khan (@iamsrk) August 6, 2021
প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের তরফেও টুইট করা হয়। তারা লেখে, “একটা অসাধারণ খেলা, কি দুর্দান্ত প্রতিপক্ষ। টোকিও অলিম্পিকে ভারতীয় দল অনেক বিশেষ পারফর্ম করেছ। পরবর্তী বছর গুলো তোমাদের উজ্জ্বল কাটবে।”
What an amazing game, what an amazing opponent ?@TheHockeyIndia you've done something special at #Tokyo2020 – the next few years look very bright ? pic.twitter.com/9ce6j3lw25
— Great Britain Hockey (@GBHockey) August 6, 2021
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি পিটি উষা লেখেন, “অলিম্পিকে এতদূর যাওয়ার জন্য আমাদের মেয়েদের অনেক শুভেচ্ছা। আজকের ফলাফল দেখে হতাশ হয়ে পড়ো না। আমাদের সকলের মধ্যে আশা জাগানোর জন্য তোমাদের ধন্যবাদ। এটা সবে শুরু, আমি নিশ্চিত ভবিষ্যৎে পদক আসবেই।”
Well done to my daughters for making it this far at the #Olympics. Don’t be discouraged by today’s outcome. Thank you for igniting the hope in all of us and I’m sure this is only the beginning of a medal laden future! #Tokyo2020 @TheHockeyIndia
— P.T. USHA (@PTUshaOfficial) August 6, 2021
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০