Kamalpreet Kaur: পদক অধরাই রইলো কমলপ্রীতের
Tokyo Olympics 2020: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতে দেশের কমল হয়ে ফোটাতে পারলেন না কমলপ্রীত কৌর
টোকিও: অলিম্পিকে (Olympics) ডিসকাস থ্রোয়ের (Discus Throw) ফাইনালে উঠেও পদক অধরা রইলো ভারতের কমলপ্রীত কৌরের (Kamalpreet Kaur)। পঞ্জাবের বাদল গ্রামের কমলপ্রীত কৌর টোকিও অলিম্পিক থেকে ভারতকে চতুর্থ পদক এনে দিতে পারলেন না। মেয়েদের ডিসকাস থ্রোয়ের (Discus Throw) ফাইনালে ৬ নম্বরে থেকে শেষ করলেন কমলপ্রীত কৌর।
কোয়ালিফাইং রাউন্ডে ৬৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালে তিনি পারলেন না। আটকে গেলেন ৬৩.৭০ মিটারে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদকের স্বপ্নপূরণে ব্যর্থ হলেন পাঞ্জাব তনয়া।
#Athletics Update
Kamalpreet Kaur ends her debut Olympic campaign with the highest throw of 63.70m . Finishes a commendable 6th position in the rankings.#Olympics #Cheer4India #DiscusThrow pic.twitter.com/fLQcKc3Jxw
— SAIMedia (@Media_SAI) August 2, 2021
প্রথম থ্রো-তে কমলপ্রীত ছোড়েন ৬১.৬২ মিটার। কমলপ্রীতের দ্বিতীয় থ্রো ফাউল হয়। দ্বিতীয় থ্রো-তে ৭ নম্বরে শেষ করেন তিনি। তারপরই বৃষ্টির কারণে ফাইনাল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বৃষ্টি থামলে পুনরায় ফাইনালের লড়াইয়ে নামেন অ্যাথলিটরা। তৃতীয় থ্রো-তে ৬৩.৭০ মিটার ছুড়ে ছ’নম্বরে ছিলেন তিনি। সেটিই কমলপ্রীতের সেরা থ্রো। ফের কমলপ্রীতের চতুর্থ থ্রো ফাউল হয়। পঞ্চম থ্রো-য়ে ৬১.৩৭ মিটার ছোড়েন তিনি। আবার ষষ্ঠ থ্রো-তে ফাউল করেন।
ভারতীয় অ্যাথলিটদের মধ্যে কমলপ্রীতই প্রথম ডিসকাস থ্রোয়ার যিনি অলিম্পিকে ৬ নম্বরে শেষ করলেন। তাঁকে নিয়ে দেশবাসীরা আশায় বুক বাঁধলেও, তা পূরণ হল না। কিন্তু কমলপ্রীত তাঁর সর্বর্স্ব দিয়ে চেষ্টা করেছিলেন। তবুও অভিষেক অলিম্পিকটা তাঁর সুখকর হল না।
মেয়েদের ডিসকাস থ্রো-তে ৬৮.৯৮ মিটার থ্রো করে সোনা জিতলেন আমেরিকার ভ্যালেরি অলম্যান। জার্মানির ক্রিস্টিন প্রুডেঞ্জ ৬৬.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হলেন। ৬৫.৮২ মিটার ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন কিউবার ইয়ামি পেরেজ।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০