PV SINDHU: পদক আর সিন্ধুর মাঝে দূরত্ব ১ ম্যাচ

Tokyo Olympics 2020: দ্বিতীয় সেটের লড়াই ছিল হাড্ডাহাডি। একবার এগোচ্ছেন ইয়ামাগুচি। পরমুহূর্তে লিড নিচ্ছেন সিন্ধু। জমজমাট দ্বিতীয় সেটের লড়াইয়ে ম্যাচ গড়ায় টাইয়ে। অবশেষে রোমাঞ্চকর দ্বিতীয় সেটের ম্যাচ জিতে নিয়ে অলিম্পিকের সেমিফাইনালে পিভি সিন্ধু।

PV SINDHU: পদক আর সিন্ধুর মাঝে দূরত্ব ১ ম্যাচ
আজ নজরে সিন্ধু
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 3:41 PM

টোকিওঃ সিন্ধুর অশ্বমেধের ঘোড়া ছুটছে। কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়মাগুচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV SINDHU)। অলিম্পিকে যে ছন্দে রয়েছেন পিভি সিন্ধু, শোষ আটেও তাই বজায় রাখলেন হায়দরাবাদী শাটলার। এদিন জাপানের প্রতিপক্ষকেও স্ট্রেট সেটে  উড়িয়ে শেষ চারে সিন্ধু। প্রথম সেটে সহজ জয় পেলেও পরের দ্বিতীয় সেটে জাপানি প্রতিপক্ষ লড়াইয়ে ফেলেছিলেন সিন্ধুকে।

এই অলিম্পিকে সিন্ধুর বদলে ফেলা খেলা স্টাইল নিয়ে আলোচনা তুঙ্গে। এরকম আক্রমণাত্মক মেজাজে কোনওদিনই দেখা যায়নি সিন্ধুকে। এদিনও প্রথম সেটে সেই মেজাজেই শুরু করেছিলেন সিন্ধু। মাত্র ২৩ মিনিটের  প্রথম সেটের লড়াইয়ে  ২১-১৩ ফলে উড়িয়ে দেন সিন্ধু। শুরু থেকেই সিন্ধুর স্ম্যাশ আর নিখুঁত রিটার্নের সামনে বিপাকে পড়ছিলেন জাপানি প্রতিপক্ষ। দ্বিতীয় সেটের লড়াই ছিল হাড্ডাহাডি। একবার এগোচ্ছেন ইয়ামাগুচি। পরমুহূর্তে লিড নিচ্ছেন সিন্ধু। জমজমাট দ্বিতীয় সেটের লড়াইয়ে ম্যাচ গড়ায় টাইয়ে। অবশেষে রোমাঞ্চকর দ্বিতীয় সেটের ম্যাচ জিতে নিয়ে অলিম্পিকের সেমিফাইনালে পিভি সিন্ধু।২২-২০ ফলে দ্বিতীয় সেট জিতে নেন সিন্ধু।

গতবার জিতেছিলেন রুপো। এবার কি বদলে যাবে তা সোনায়? যা ফর্মে রয়েছেন সিন্ধু। সেই আশা দেখতেই পারে গোটা ভারত।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০