Olympics 2021 Highlights, DAY5: বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পূজা, তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে দীপিকা

| Edited By: | Updated on: Jul 28, 2021 | 8:48 PM

সিন্ধু থেকে দীপিকা কুমারি।ভারতীয় হকি। নজর থাকবে একাধিক ইভেন্টের দিকে।

Olympics 2021 Highlights, DAY5: বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে পূজা, তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে দীপিকা
কোয়ার্টার ফাইনালে দীপিকা ও পূজা রাণী। পদক থেকে ১ ধাপ দূরে পূজা

টোকিওঃ আজ পদকের সম্ভাবণা না থাকলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যা ভারতকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। সিন্ধু থেকে দীপিকা কুমারি।ভারতীয় হকি। নজর থাকবে একাধিক ইভেন্টের দিকে। কোন খেলায় এগোবে ভারত। আর কোন খেলায় হতাশ করবে-সব দিকে দিনভর নজর থাকবে আমাদের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Jul 2021 03:46 PM (IST)

    ব্যাডমিন্টন – হেরে গেলেন সাই প্রণীত

    পুরুষদের সিঙ্গলসের গ্রুপ ডি-তে বি সাই প্রণীত হেরে গেলেন নেদারল্যান্ডসের মার্ক কালজউয়ের কাছে। ম্যাচের ফল ১৪-২১, ১৪-২১। এই নিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয়বার হারলেন প্রণীত।

  • 28 Jul 2021 03:26 PM (IST)

    প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারি

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে ৬-৪ ফলে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারি

  • 28 Jul 2021 03:06 PM (IST)

    কোয়ার্টার ফাইনালে পূজা রানি

    মহিলাদের বক্সিংয়ের মিডলওয়েটে আলজিরিয়ার প্রতিপক্ষকে ৫-০ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পূজা রানি। পদক থেকে আর মাত্র ১ ধাপ দূরে

  • 28 Jul 2021 02:23 PM (IST)

    প্রি কোয়ার্টার ফাইনালে হার প্রবীণের

    তীরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে প্রিকোয়ার্টার ফাইনালে ০-৬ ফলে মার্কিন প্রতিপক্ষ এলিসনের কাছে হার প্রবীণ যাদবের

  • 28 Jul 2021 02:21 PM (IST)

    দ্বিতীয় রাউন্ডে দীপিকা কুমারি

    ভুটানের কর্মাকে ৬-০ ফলে হারিয়ে মহিলাদের তীরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে দীপিকা কুমারি

  • 28 Jul 2021 12:42 PM (IST)

    তীরন্দাজির প্রি কোয়ার্টার ফাইনালে প্রবীণ যাদব

    পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে  রুশ অলিম্পিক কমিটির প্রতিপক্ষকে ৬-০ ফলে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে প্রবীণ যাদব

  • 28 Jul 2021 11:50 AM (IST)

    সেলিং – ছেলেদের স্কিফ ৪৯ ইআর-এ ১৮ নম্বরে গণপতি ও বরুণ

    ছেলেদের স্কিফ ৪৯ ইআর-এ ৪টি রেসের পর ১৮ নম্বরে রয়েছেন ভারতের কেসি গণপতি ও বরুণ ঠক্কর।

  • 28 Jul 2021 08:57 AM (IST)

    আশা জাগিয়েও হার তরুণদীপের

    প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিতটকে গেলেনব তরুণদীপ রাই। ইজরায়েলের প্রতিপক্ষের কাছে ৬-৫ ফলে হার তরুণদীপের

  • 28 Jul 2021 08:40 AM (IST)

    রোয়িংয়ে ফাইনাল ‘বি’-তে ভারত

    রোয়িংয়ে পুরুষদের ডাবল স্কালসের সেমিফাইনাল এ/বি থেকে ফাইনাল বি তে পৌঁছালো ভারতীয় জুটি অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিং। তবে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন তাঁরা।

  • 28 Jul 2021 08:31 AM (IST)

    হকিতে ফের হার ভারতীয় মহিলাদের

    গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-১ গোলে হার ভারতের। ভারতের ১ মাত্র গোলটি করেন শর্মিলা দেবী

  • 28 Jul 2021 08:28 AM (IST)

    ফের জয় সিন্ধুর

    দ্বিতীয় ম্যাচে হংকংয়ের প্রতিপক্ষকে চিউইংকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সিন্ধু। খেলার ফল ২১-৯, ২১-১৬। ৩৫ মিনিটেই ম্যাচ জয় সিন্ধুর। প্রিকোয়ার্টার ফাইনালে সিন্ধু।

Published On - Jul 28,2021 8:24 AM

Follow Us: