TOKYO OLYMPICS 2020: উদ্বোধনী দিনেই করোনা সংক্রমিত ১৯
সংক্রমিত ৩ অ্যাথলিটের মধ্যে ২ জন চেক প্রজাতন্ত্রের (Czech Republic)। ১ জন অ্যাথলিট নেদারল্যান্ডসের (Netherlands)। অলিম্পিকে (Olympics 2020) মোট আক্রান্তের সংখ্যা স্পর্শ করল ১০৬। গত শনিবারই অলিম্পিক ভিলেজে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর রোজই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন ভিলেজে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।
টোকিও: অলিম্পিকের উদ্বোধনী দিনেও তাড়া করল কোভিড আতঙ্ক। করোনা আবহেই শুরু টোকিও গেমস (Tokyo Olympics 2020)। উদ্বোধনী দিনে করোনাভাইরাসে সংক্রমিত ১৯ জন। তার মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছেন ভিলেজে।
আক্রান্ত ৩ অ্যাথলিটকেই (Athletes) থাকতে হবে ১৪ দিনের আইসোলেশনে। বাকি ১৬ জন ইভেন্টের (Olympics 2020) সঙ্গে যুক্ত। তার মধ্যে ৩ জন সংবাদমাধম্যের কর্মী। সংক্রমিত ৩ অ্যাথলিটের মধ্যে ২ জন চেক প্রজাতন্ত্রের (Czech Republic)। ১ জন অ্যাথলিট নেদারল্যান্ডসের (Netherlands)। অলিম্পিকে (Olympics 2020) মোট আক্রান্তের সংখ্যা স্পর্শ করল ১০৬। গত শনিবারই অলিম্পিক ভিলেজে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর রোজই কেউ না কেউ আক্রান্ত হয়েছেন ভিলেজে। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: র্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা, অলিম্পিক রেকর্ড দঃ কোরিয়ার ৩ তিরন্দাজের
টোকিওয় জরুরীকালীন অবস্থার মধ্যেই শুরু হয়েছে অলিম্পিক। দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এ বারের টোকিও গেমস। ৮ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিক।