মার্চেই জাপানে অ্যাথলিটদের প্রবেশের অনুমতি

জাপানে পৌঁছে অবশ্য ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে না অ্যাথলিটদের। তবে অন্যান্য কোভিড বিধি মানতে হবে তাদের।

মার্চেই জাপানে অ্যাথলিটদের প্রবেশের অনুমতি
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2021 | 12:39 PM

টোকিও: পরের মাসেই জাপানে প্রবেশ করতে পারবেন অলিম্পিকে (Tokyo Olympics) অংশগ্রহণকারী অ্যাথলিটরা (Athletes)। জাপানের (Japan) এক দৈনিক সংবাদমাধ্যমের দাবি, ৭ মার্চ সেখানকার জরুরীকালীন অবস্থা তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়া হবে ট্রাভেল ব্যানও। জাপানে পৌঁছে অবশ্য ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে না অ্যাথলিটদের। তবে অন্যান্য কোভিড বিধি মানতে হবে তাদের। অলিম্পিকের জন্য অ্যাথলিট, কোচিং স্টাফসহ ৭০ হাজারেরও বেশি মানুষ প্রবেশ করবে জাপানে। করোনা পরিস্থিতির জন্য এখন জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: দু’বছর পর জাতীয় দলে ফিরলেন ক্যারিবিয়ান তারকা

করোনা ভাইরাসের (COVID-19) জন্য গত বছর টোকিওতে অলিম্পিক আয়োজিত হয়নি। তা পিছিয়ে এ বছর ২৩ জুলাই করা হয়। এ বছর টোকিওতে অলিম্পিক আয়োজনে তত্‍পর উদ্যোক্তারা। জাপানের ৭,৮০০ মানুষ করোনায় মারা গিয়েছে। ৪,৩১,০০০ মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনায়। টোকিও অলিম্পিকের আগে ট্রেনে করেও যাতায়াত করতে পারবেন না অ্যাথলিটরা। এ মাসের শুরুতেই কোভিড-১৯ বিধি চালু করে অলিম্পিক উদ্যোক্তারা। অংশগ্রহণকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক। অলিম্পিক দেখার জন্য প্রথমে ১০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। পরে সেই সংখ্যা বাড়িয়ে ২০ হাজার করা হয়।

আরও পড়ুন: সমর্থকদের জন্য শেষ ম্যাচে জয় চাইছেন ফাউলার