AI যেমন চাকরি কাড়বে, তেমন কর্মসংস্থানও তৈরি করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর লোভনীয় 4 কাজ
AI Jobs And Careers: AI কেড়ে নিতে শুরু করেছে মানুষের চাকরি। ড্রপবক্স সম্প্রতি AI-এর কারণে 500 কর্মীকে ছাঁটাই করেছে। এবার IBM-ও তাদের 7,800 কর্মীকে প্রতিস্থাপিত করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। তবে AI শুধু কাজ কাড়বেই না, অনেক মানুষের কাজের সংস্থানও করে দেবে। তেমনই কয়েকটি লোভনীয় AI সম্পর্কিত কাজ সম্পর্কে জেনে নিন।
AI Jobs: ঘটনাটা ঘটতে শুরু করেছে। AI কেড়ে নিতে শুরু করেছে মানুষের চাকরি। ড্রপবক্স সম্প্রতি AI-এর কারণে 500 কর্মীকে ছাঁটাই করেছে। এবার IBM-ও তাদের 7,800 কর্মীকে প্রতিস্থাপিত করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। অটোমেটিক্যালি যে সব কাজ সম্ভব, সেগুলির জন্য কর্মীদের ছাঁটাই করে কৃত্রিম মেধা সেগুলি সারতে চাইছে সংস্থাটি। কোম্পানির সিইও অরবিন্দ কৃষ্ণা জানিয়েছেন, সেগুলির বেশিরভাগই ব্যাক-অফিস পজিশন, HR, অ্যাকাউন্টিং ইত্যাদি কাজ। AI মানুষের কাজ কাড়বে ঠিকই, তেমনই আবার নতুন কর্মসংস্থানও তৈরি হবে। AI অনেক কাজই করতে পারবে, কিন্তু তা যে কতটা নিখুঁত হবে, তা নিয়ে সত্যিই প্রশ্ন আছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিং লার্নিং স্পেশ্যালিস্টদের চাহিদা দ্রুত হারে বাড়বে। অর্গ্যানাইজ়েশনটি আরও জানিয়েছে, আগামী কয়েক বছরে AI সংক্রান্ত চাকরির চাহিদাও বেড়ে যাবে সারা বিশ্বে। সেই চাহিদাই যখন বাড়বে, তখন এমন কিছু প্রফেশনালদের চাহিদাও বাড়বে, যাঁরা আগামী কয়েক বছর চাকরির বাজারে দাপট দেখাতে চলেছেন। এমনই কয়েকটি AI বিষয়ক চাকরি সম্পর্কে জেনে নিন।
AI ও মেশিন লার্নিং স্পেশ্যালিস্ট: ডিজ়াইন, ডেভেলপ, AI-এর বাস্তবায়ন এবং মেশিন লার্নিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন তাঁরা। বিভিন্ন টুল ও পদ্ধতির ব্যবহার করে ডেটা অ্যানালাইজ় করা, মডেল তৈরি করা এবং অ্যালগরিম অপ্টিমাইজ় করাই হয় এদের মূল কাজ।
বিগ ডেটা স্পেশ্যালিস্ট: বড় এবং জটিল ডেটার বিশ্লেষণ করতে তা ম্যানেজ, অ্যানালাইজ় ও ইন্টারপ্রেট করাই হল বিগ ডেটা স্পেশ্যালিস্টদের কাজ। তাঁরা কাটিং-এজ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিগ ডেটাকে অর্গ্যানাইজ়, স্টোর এবং তা রিট্রিভ করে কিছু গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি পেয়ে ব্যবসায় জরুরি সিদ্ধান্তে উপনীত হতে পারেন।
ডেটা ইঞ্জিনিয়ার: কোনও অর্গ্যানাইজ়েশনের ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্সের প্রয়োজনে তার ডিজ়াইন, কনস্ট্রাকশন এবং রক্ষণাবেক্ষণ করতে পারেন। পাশাপাশি তাঁরা ডেটা পাইপলাইন ডেভেলপ এবং ম্যানেজও করেন, বড় ডেটাসেট নিয়ে কাজ করেন এবং নিশ্চিত করেন, যাঁদের প্রয়োজন, তাঁরা যেন সেটিকে কাজে লাগাতে পারেন।
ডেটা অ্যানালিস্ট এবং সায়েন্টিস্ট: এরা আসলে এক্সপার্ট, যাঁরা ডেটাসেট কালেক্ট, প্রসেস এবং ইন্টারপ্রেট করতে পারেন। তার মাধ্যমেই তাঁরা যে কোনও ডোমেইনের বিবিধ সমস্যার সমাধানসূত্র বের করতে পারেন। স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ভিজ়ুয়ালাইজ়েশন টুলগুলিকে কাজে লাগিয়ে তাঁরা ডেটা ম্যানিপুলেট এবং কমিউনিকেট করেন।
অন্যান্য AI কেরিয়ার
তবে শুধু এই কয়েকটি কাজই নয়। এছাড়াও AI ট্রেনার, AI এথিসিস্ট, AI ইউজ়ার এক্সপিরিয়েন্স ডিজ়াইনার্স, AI সিকিওরিটি অ্যানালিস্ট, রোবোটিক্স ইঞ্জিনিয়ারদেরও কাজের চাহিদা বাড়বে আগামী কয়েক বছরে।